আসুক যত ঝড় বিপতি বাধা.... উননত করি শির ,নোয়াবোনা মাথা আমি দিগন্ত ছাড়িয়ে একটু দূরে যাব পিছু নিও না তুমি সন্ধ্যের আধাঁর ঘনিয়ে এলে, প্রদীপটা জ্বালিয়ে রেখো দ্বারে কপাট বেঁধে ঘুমাতে যেও আমার অপেক্ষায় থেকোনা। ওপাশে কাশবন, একা হাটতে যেওনা নদীর ধারে ধূ্র্ত শিয়ালের দল মুখিয়ে আছে, ওরা মাংসাসী ওদের জানা আছে ষোলকলা বাতাশের গায়ে গন্ধ পাবে ওদের। ইষ্টিশনের শেষ ট্রেনখানা ছেড়ে যাবে যখন হয়তো নতুন ভোর আসবে সেখানে অকারনে তখন প্রদীপটা জ্বালিয়ে রেখোনা হয়তো বিষন্ন মন অকারনে, খুঁজে ফিরবে সৃতির পাতা। প্রকৃতিকে আড়াল করে দাঁড়িয়ে থেকো তুমি উপেক্ষা করোনা কখনো আমিতো অনুর চেয়েও সামান্য। হারানোয় কীবা আসে যায় ভুলকরে কখনো পথের ধুলিতে খুঁজতে যেওনা আমায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।