[img|http://media.somewhereinblog.net/images/thumbs/masudpa_1267097487_1-BangladeshFlag0215.jpg
প্রধানমন্ত্রীর অফিস (পিএমও) সম্প্রতি অভিনব এক প্রযুক্তি মেলার আয়োজন করতে যাচ্ছে, যাতে অংশ নেবে দেশের সব মন্ত্রণালয়গুলো। এর নাম দেয়া হয়েছে "ডিজিটাল পাবলিক ইনোভেশন ফেয়ার ২০০৯'।
সরকারি প্রতিষ্ঠানগুলোর ডিজিটালকরণ প্রক্রিয়ার অংশ হিসেবেই আসন্ন এই মেলায় অংশ নেবে সরকারি সব মন্ত্রণালয় ও তাদের সব শাখা। মেলার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আয়োজক সূত্রে এই খবর জানা গেছে।
মেলাটি আয়োজিত হবে এ বছরের মার্চ মাসে। মেলায় অংশ নেয়া সরকারি সব শাখা ও মন্ত্রণালয়গুলো ডিজিটাল করণের ফলে সরকারের ভেতরে ও বাইরে তাদের প্রভাব তুলে ধরবে।
সরকারি এক কর্মকর্তার বরাতে জানা গেছে, এই মেলায় সরকারি সব শাখা ও মন্ত্রণালয়ের অংশগ্রহণ বাধ্যতামূলক বলেই জানানো হয়েছে। মেলার মধ্য দিয়ে সরকারি নীতি নির্ধারকরা দেশে ডিজিটাল করণের প্রকৃত রূপ তুলে ধরতে পারবেন। জানা গেছে, বর্তমান সরকারের বর্ষপূর্তি আয়োজনের অন্যতম অংশ হিসেবেই এই মেলার আয়োজন করা হচ্ছে ।
জানা গেছে, সম্প্রতি প্রধানমন্ত্রী সব মন্ত্রণালয় ও শাখাকে এই বিষয়ে সার্বিক প্রস্তুতির নির্দেশও দিয়েছেন। বঙ্গবন্ধু নভো থিয়েটারে এই ডিজিটাল পাবলিক ইনোভেশন মেলাটি চলবে ৪ থেকে ৬ মার্চ পর্যন্ত ।
লিংক : Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।