এক বিজ্ঞপ্তিতে ওয়াইম্যাক্স আইএসপি কিউবি জানিয়েছে, কিউবির যেসব গ্রাহক মাসভিত্তিক ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করেন তারা স্বাধীনতার মাসে এই বিশেষ অফার উপভোগ করতে পারবেন। “গ্রাহক যে প্যকেজ-ই ব্যবহার করুন না কেন, স্বাধীনতার এই মাসে গ্রাহককে ইন্টারনেট প্যাকেজের ব্যবহার সীমা উন্মুক্ত করেছে কিউবি।”- বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
এছাড়াও যারা কিউবি প্রি-পেইড সার্ভিস ব্যবহার করেন, তাদের জন্য ১৬ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত বিশেষ সুযোগের আওতায় ৭০০, ৪০০ এবং ১০০ টাকার প্রিপেইড সার্ভিসের বিপরীতে ২০০%, ১০০% এবং ৫০% অতিরিক্ত ব্যবহারের সুযোগ থাকবে।
কিউবির হেড অফ ব্র্যান্ডস অ্যান্ড কমিউনিকেশন্স, তাসনিম আইয়ুব বলেন- ‘এই বিশেষ সুযোগ আমরা গ্রাহকদেরকেই সবার আগে বিবেচনা করছি। আমাদের গ্রাহকরাদের জন্য এটি বিশেষ উপহার।’
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।