ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক এ শুনানির জন্য ২ জুন নতুন দিন রেখেছেন বলে এ আদালতের অতিরিক্ত পিপি তাপস পাল জানান।
গত বছরের ৯ ডিসেম্বর বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধ চলাকালে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের কাছে দর্জির দোকানি বিশ্বজিতকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
এ মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক তাজুল ইসলাম গত ৫ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ২১ ছাত্রলীগকর্মীকে আসামি করে অভিযোগপত্র জমা দেন। আসামিদের মধ্যে সাত জন গ্রেপ্তার আছেন। বাকিরা পলাতক।
গত ১৯ মে জহুরুল হকের আদালত ২১ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে অভিযোগ গঠনের শুনানির জন্য ২৬ মে দিন রাখেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।