জীবনের জন্যই এই সব কথামালা এই শহরে রোদ মরে যায় কুয়াশার গা থেকে ঘা ঝড়ে এখানে জল্লাদের মহড়া চলে এখানে নবজন্ম মুখ লুকায় আকাশ থেকে মাটি, থুথু ছুঁড়ে আমাকে, নির্বাক দর্শক আমাদের কিংবা যারা মানবজন্মে কলঙ্ক বয়ে চলেছি। এই শহরে হিম শাদা মৃত্যুর - উল্লাস ধ্বনি সমবেত সঙ্গীত হয়। এই শহরে প্রেতের চিৎকার ভাসে এই শহরে খুন হয় বিশ্বজিত। আমরা ল্যাপকাথায় ওম খুঁজি আমাদের বেঁচে থাকা - মাংসের গন্ডি পেরিয়ে রক্তের নাচন হয়না।। * বিশ্বজিত, এ শহরে আলোর উৎসব ই সব নয়, কেউ জানে না রাত ফুরোলেই কতটা অন্ধকার অপেক্ষায় আমাদের, এই কানাগলিতে বেচে থাকাটাই আশ্চর্যের! আমরা এক একজন অষ্টম আশ্চর্য হয়ে আছি পৃথিবীর।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।