কয়েকটি দিন আগেও “বিশ্বজিত” আমার কাছে সাধারণ একটি নাম ছিল। সত্যি বলতে আমার একজন বন্ধুর নাম ও ছিল “বিশ্বজিত”। আমার বন্ধু “বিশ্বজিত” আর আমাদের আজকের আলোচনার “বিশ্বজিত” এর মধ্যে পার্থক্য এখন অনেক অনেক বেশি হয়ে দাঁড়িয়েছে।
ধরে নিলাম “বিশ্বজিত” দর্জি ছিল না, সাধারণ একজন মানুষ তো ছিল, মানুষ তো ছিল, একজন মানুষ এর এত সহজে নিঃশ্বাস বন্ধ করে দেয়া যায় আমার জানা ছিল না। আমরা জেনেছি, আমি দেখেছি।
আমি রাজনৈতিক কোন আলোচনা এইখানে আনব না। কার বিচার হবে সে কোন দলের তা আমার জানার প্রয়োজন নেই। আমি একজন মানুষ হত্যার বিচার চাই। কতটা স্বাভাবিক ভঙ্গিমাতে একজন মানুষ কে তারা হত্যা করল, টিভিতে খবরের ক্লিপ এ আমরা সবাই দেখেছি, অস্রের কত সহজলভ্যতা, বাজার থেকে কেনা মাংশ কাটার ছুরি ও এখন মানুষ মারার হাতিয়ার তা আমাদের দেখা। এই চোখজোড়া আগামি দিনগুল তে আর কত নিত্য নতুন উপায়ে মানুষ হত্যা দেখবে নিজেও জানে না।
আর কোন “বিশ্বজিত” কে দেখতে চাই না, প্লিজ আর এরকম কাওকে আমাদের দেখতে বাধ্য করবেন না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।