আমাদের কথা খুঁজে নিন

   

ফুটবল দল তো নয়, যেন সার্কাস!

পেরুর দল ইউনিয়ন কমার্সিওর কোচ দাবি করেছেন, তাঁর দলের নাম গিনেস বুক অব রেকর্ডসে ওঠা উচিত। না, এডগার ওসপিনা কোনো গর্ব থেকে নয়; এমন কথা বলেছেন নিদারুণ হতাশা আর লজ্জায়। তাঁর দল যে টানা তিন সপ্তাহে হাস্যকর সব গোল খেয়ে দেখল পরাজয়ের মুখ। লজ্জাজনক, হাস্যকর সব অঘটনই যেন নিয়তি তাঁর দলের।
পেরুভিয়ান চ্যাম্পিয়নশিপে নিচের দিক থেকে দুইয়ে থাকা এ দলটিকে যেন ভূতে পেয়ে বসেছে।

না হলে এমন সব অদ্ভুতুড়ে কাণ্ড কেন ঘটবে? গত রোববার যেমন দলের আর্জেন্টাইন ডিফেন্ডার হোয়াকুইন লেনসিনাস ছয় মিটার দূর থেকে নিজেদের জালেই ঠেলে দিলেন বল।
লজ্জাজনক সব পরাজয়ের শুরুটা দুই সপ্তাহ আগে করেছিলেন গোলরক্ষক হুয়ান ফ্লোরেস। গোলরক্ষকের উদ্দেশে হেড করে ব্যাকপাস ঠেলে দিয়েছিলেন এক ডিফেন্ডার। সেই ব্যাকপাস থেকে কুছ পরোয়া নেহি ভঙ্গিতে ড্রিবল করতে গিয়েছিলেন ফ্লোরেস। কিন্তু বেশি কেরদানি দেখাতে দিয়ে বল মিস করে বসেন।

কিক মারতে গিয়ে উল্টে পড়ে যান ভারসাম্য হারিয়ে। সেই সুযোগে বল টেনে নিয়ে গিয়ে ফাঁকা গোলপোস্টে আলতো টোকা দিয়ে বলটা জালে জড়ান প্রতিপক্ষের এক খেলোয়াড়!।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.