আমাদের কথা খুঁজে নিন

   

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে কক্সবাজার ও কুষ্টিয়ায় মানববন্ধন : সরকারের ফ্যাসিবাদী আচরণ ঐক্যবদ্ধভাবে রুখতে হবে



সংবাদপত্র ও সাংবাদিকদের ওপর নির্যাতন এবং ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে। এসব কর্মসূচিতে বক্তারা অবিলম্বে ফ্যাসিবাদী আচরণ থেকে বিরত থেকে সাংবাদিক নির্যাতন বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে সরকারের প্রতি আহ্বান জানান। এ ব্যাপারে আমাদের প্রতিনিধিদের আরও খবর— দেশের পর্যটন নগরী কক্সবাজার থেকেও এবার সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ এবং সাংবাদিক নির্যাতন ও নিপীড়নকারী ‘ফ্যাসিবাদী শক্তি’কে রুখে দেয়ার আওয়াজ উঠেছে। গতকাল সকালে কক্সবাজার শহরে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দাবি করেছেন, বর্তমান সরকার ও তাদের মন্ত্রী, আমলা, নেতাকর্মীরা ফ্যাসিবাদী আচরণ শুরু করেছেন। তারা সাংবাদিকদের কলম রুখে দিতে সারাদেশে সাংবাদিক নিপীড়ন শুরু করেছেন। তাদের এই কর্মকাণ্ড ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.