আমাদের কথা খুঁজে নিন

   

নিধন করো



রাজাকার হানাদার ফিরে আসে বার বার ভিন নামে ভিন বেশে আমাদের এই দেশে । দেখে রাখো চিনে রাখো ওরা কারা মনে রাখো হীন ওরা পশু জেন তবু পায় ক্ষমা কেন? রাজাকার ভয়াবহ তুলে ফেল মূলসহ দেশমাটি ছাড়খার করে যায় বার বার । দেশ যদি ভালবাস সেই বীর ফিরে আসো মাকে যদি বুকে রাখো তবে কেন চুপ থাকো ? তুলে নাও হাতিয়ার দিও নাকো কোন ছাড় । দেশ প্রেমী সবে তাই ঘুম নয় জাগো ভাই হানাদার শেষ কর দেশটাকে ফের গড়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।