আমার ব্যক্তিগত ব্লগ এখন ইদুর আর তেলাপোকা মারার ঔষধ ভ্যানে করে মাইকিং করে বিক্রি হয়। আমি দেখেছি এরা যখনই আসে, তখনই ইদুর আর তেলাপোকার অত্যাচার বেড়ে যায়।
রান্নাঘরে তেলাপোকার উৎপাত খুব বেড়ে গিয়েছিল। আমি লক্ষ্য করলাম মেঝে, সিংক আর চুলা একটু ডেটল/স্যাভলন মিশানো পানি দিয়ে মুছলে এরা খুব একটা আসে না। লাইজল ব্যবহার করেও ভাল ফল পেয়েছি।
ঘর আগের চেয়ে বেশি ঝকঝকে হয়েছে। ফিনিস তেলাপোকার পাউডার ফেলে দেখেছি। প্রথম দিন বেশ তেলাপোকার ডেডবডি পাওয়া যায়, এরপর ওরা বোধহয় সাবধান হয়ে যায়। খুব একটা মরে না।
সবচেয়ে ভাল ফল পেয়েছি, ফিনিস তেলাপোকা মারার চক ব্যবহার করে।
রান্নাঘরে দিয়েছি, ডবল দাগ। মোটামুরি সাড়া ঘরেই তেলাপোকা মরা পাওয়া গিয়েছে, আর রান্নাঘরের প্রায় সব তেলাপোকা মরে গেছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।