আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের ডোমেইন নাম 'ডট বাংলা' করার আবেদন



প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নিজস্ব ভাষা ও স্বকীয়তা তুলে ধরার জন্য দেশের নিজস্ব ডোমেইন নাম 'ডট বাংলা' হিসেবে তালিকাভুক্ত করতে আইকানের (ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইন্ড নেইমস অ্যান্ড নাম্বারস) কাছে আনুষ্ঠানিক আবেদন করেছেন। প্রক্রিয়াটি সম্পন্ন হতে ছয় থেকে নয় মাস সময় লাগবে। প্রক্রিয়াটি সম্পন্ন হলে ১৫ কোটি বাংলাদেশিসহ বিশ্বের বিভিন্ন স্থানে বসবাসরত ৩০ কোটি বাংলা ভাষাভাষী কান্ট্রি কোড হিসেবে ডট বাংলা ব্যবহার করে ওয়েবপেজ খুলতে পারবে। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন যমুনা থেকে গতকাল রোববার ইন্টারনেটের মাধ্যমে সরাসরি এ আবেদনপত্র দাখিল করেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমদ রাজু, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু, ডাক ও টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোস, প্রধানমন্ত্রীর একান্ত সচিব নজরুল ইসলাম ও বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমদ এ সময় উপস্থিত ছিলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.