আমাদের কথা খুঁজে নিন

   

নাগরীক বস্তিতে........

দুঃখ সুখ, অহম খেলা খেলছে মানুষ, যখন তখন, বাঊন্ডুলে, ভাবনা গুলোয় বিভোর আমার, আপন ভুবন।
এই লিরিকটা নিয়ে কাজ করছি গান তৈরি করার জন্য, তবে তার আগে ব্লগ বন্ধুদের সাথে কথাগুলো শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। আর কতকাল সইবো বলো যান্ত্রিক শব্দের অস্ফালন বিদগ্ধ বাতাসে নোংরা কালো ধোঁয়ার আচ্ছাদন। । তবে কি বেঁচে থাকাই আজ প্রহোসন? নিঃস্বাসের লড়াই হবে কি স্মৃতির রোমন্থন।

। অন্তরা...১ জীবন চাকা থেমে গেছে দেখো সব নাগরীক বস্তিতে, বিষন্ন মুখ ফিরে চায় বারেবার ফেলে আসা অতিতে। । অন্তরা...২ তবু বেঁচে থাকি বিষ নিস্বাসে চোখ রাখি যান্ত্রিক আয়নাতে। ।

হে জীবন চাইনা গানিতিক আস্ফালন হে জীবন চাইনা বিষাক্ত আচ্ছাদন। । হে জীবন চাই শীরায় সবুজের শুদ্ধতা হে জীবন চাই ভালোবাসার মৌন মুগ্ধতা। । শুভকামনা সবার জন্য।

ভালো থাকুন বেলা অবেলার গল্প-গানে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।