আমাদের কথা খুঁজে নিন

   

নাগরীক আত্মদহন

আজ ও নিজের মাঝে অসাধারণের ছাপ খুঁজে বেড়াই কিন্তু প্রতিবারই নিজেকে খুব সাধারনরুপে আবিষ্কার করি ।মন্দ কি ভালই তো আছি । নিষ্ঠুর জীবন, বিচ্ছিন্ন নগরী…যেখানে সকাল আসে কান্না আর হাহাকারের বার্তা নিয়ে, রাত্রি নামে একরাশ অনিশ্চয়তার ভেলায় ভেসে। ফুটপাত ঘেষে হাটে যাওয়া কুকুরগুলোই যেখানে সভ্যতার প্রতীক আর নির্দিষ্ট দুরত্বে ঠায় দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টগুলোই যেন দায়িত্বশীলতার রুল মডেল। মানুষরূপী চতুষ্পদী প্রাণীগুলোই যত নষ্টের মূল…অসত্য আর উশৃঙ্খলতার পূজারী…যাদের দেখে রাগে, ঘৃণায় তেজ ছড়ায় সূর্য আর জমাট বাঁধা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটায় আকাশ। এইতো আজও আকাশ কাঁদছে। সেই কখন থেকে বিলোপ করে কাঁদছে! কাঁদুক…ভাসিয়ে নিয়ে যাক মানুষনামধারী জানোয়ারদের পদচিহ্ন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।