আমাদের কথা খুঁজে নিন

   

নাগরীক শয্যা (সমুদ্র পর্ব)

সামুদ্রিক বিভ্রম

সে কি মোর তরে পথ চাহে সে কি বিরহ গীত গাহে... অচেনা বন্দরে প্রেম কঙ্কাল হয়; আমরা সরে যাই পরস্পর থেকে। বিচ্ছিন্ন হওয়ার মতো আনন্দ আর নেই- বিষ্ময়ে যেনে যাই। তাদের চোখের রেখায় দুরন্তপনাই ছিল বেশী। নাবিক তাই জ্যামিতিক হিসাবে বড় রকম ভূল করে ফেলে; জাহাজ পশ্চিম থেকে ক্রমশঃ ভীড়ছে উত্তরে- কারো কোন মাথা ব্যাথা নেই। রাতের রেস্তোরায় অভিনিবেশ ঘটে খুব।

নদীর জলের শব্দে আহত হয় দেশী মদের বোতল। হাতের তালুতে নদীর ভিন্নরকম চিত্রকল্পের আভাস; নারীর শয্যায় তাদের স্বামীরা এতদিনকার বকেয়া গোনে। অচেনা বন্দর চেনা হয়ে যায়; সুতরাং অচেনার উদ্দেশ্যে আবার যাত্রা শুরু; সন্তরনপটু জাহাজ নাবিকের ইশারা বোঝে ঠিক ঠিক। দুরত্ব কেবলি বাড়ে। বন্দরের মেঝেতে থেকে যায় শুধু ক্লান্ত নাবিকের হৃদয়ের খন্ড দলিল।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।