রাজপরিবারের শিশুর জন্ম থেকে নেলসন ম্যান্ডেলার প্রয়াণ-- ২০১৩ জুড়ে এসব নিয়ে কম কথা বলেননি বিভিন্ন সোশাল মিডিয়া ব্যবহারকারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক আর মাইক্রোব্লগিং সাইট টুইটার সম্প্রতি তাদের ব্যবহারকারীদের সারাবছরের কথোপকথন পরীক্ষা করে প্রধান বিষয়গুলো প্রকাশ করেছে।
সংবাদসংস্থা এবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, শুধু টাইম ম্যাগাজিনের পার্সন অব দ্য ইয়ার-এর দৌড়েই নন, ফেইসবুকেও আলোচনার শীর্ষে ছিলেন পোপ ফ্রান্সিস। নতুন পোপের নির্বাচন বিষয়ে সবচেয়ে বেশি মতামত প্রকাশ করা হয়েছে।
তারপরেই আসন্ন নির্বাচন এবং রাজপরিবারের শিশুর জন্ম রয়েছে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে।
এছাড়াও জীবনের অন্যান্য অনেক ঘটনাও ফেইসবুক চ্যাটারদের মধ্যে শীর্ষস্থান অধিকার করে আছে। তার মধ্যে বিয়ে বা নতুন সম্পর্কে জড়ানো প্রথমস্থান দখল করে নিয়েছে। যদিও ভ্রমণ এবং সম্পর্কবিচ্ছেদও শীর্ষতালিকায় স্থান পেয়েছে।
ফেইসবুক ব্যবহারকারীরা সোশাল নেটওয়ার্কটির স্টোরিজ পেইজে ২০১৩-এর উল্লেখযোগ্য ঘটনাগুলো দেখতে পারবেন এ ছাড়াও ফেইসবুকের ইয়ার ইন রিভিউ অপশনটিতে নিজেদের বিভিন্ন ঘটনাও লিপিবদ্ধ করা হয়েছে।
টুইটার অবশ্য ব্যক্তিগত জীবনের চেয়ে প্রাধান্য দিয়েছে বিশ্বজুড়ে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলোকে।
উল্লেখযোগ্য বিষয় বাদেও বহুলপরিচিত টুইটসগুলো অন্তর্ভুক্ত হয়েছে তাদের তালিকায়।
এবার মিলিয়ে নিন ২০১৩ সালের শীর্ষ টুইটগুলো
০১. লিয়া মিশেল, অভিনেত্রী ও সংগীত শিল্পী
Thank you all for helping me through this time with your enormous love & support. Cory will forever be in my heart. (396,342 Retweets 393,688 favorites)
০২. পল ওয়াকারের মৃত্যুবিষয়ে টুইট
It's with a heavy heart that we must confirm Paul Walker passed away today in a tragic car accident... (395,693 Retweets 100,436 favorites)
০৩. নিয়াল হোরান, ব্যান্ড মিউজিশিয়ান
Yesss ! I'm 20 ! Wohooo ! No more teens! (367,058 Retweets 305,044 favorites)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।