চতুর্মাত্রিক.কম (choturmatrik.com)
শুনুন!
আজ থেকে ঠিক আটান্ন বছর আগে, আজকের রাতেই কিছু মানুষ ঠিক করেছিলো, রাষ্ট্রযন্ত্রের বৈমাত্রিক আচরণ মেনে নিবে না। মাত্র পাঁচ বছর আগে (১৯৪৭) দীর্ঘ রক্তক্ষয়ী আন্দোলন করে তাড়ানো ঔপনিবেশিক প্রভুর মতো আরেক প্রভু তৈরি হয়েছে দেশে। তাদের এই নির্যাতন, অন্যায় শোষণ মেনে নিবে না। মেনে নিবে না বলেই অসীম সাহসে তাঁরা প্ল্যান করেছিলো মিছিল করার!
পরদিন বুকের ভেতরে যখন শা শা করে বুলেটগুলো ছুটে এসেছিলো, সেই মুহূর্তটি ভাবুন!
চিন্তা করতে পারবেন দুনিয়া টলে উঠে সেই পিচের রাস্তায় তাঁরা যখন লুটিয়ে পড়লেন, শেষ নিঃশ্বাসটুকু যখন বেরিয়ে গেলো, ঠিক তার আগ মুহূর্তে তাঁরা কী ভাবছিলেন? আপনাদের প্রবল কল্পনাশক্তি কী বলে?
কী? চিন্তা করতে পারছেন না?
আচ্ছা তবে এটি ভাবুন তাঁদের আত্মা এখন নিঃশব্দে এসে আপনার কাছে প্রশ্ন করছে- "কেমন আছো তোমরা? তোমরা কী নিয়ে এখন মারামারি দলাদলি হিংসা আর বিদ্বেষ ছড়াচ্ছো?"
তাঁরা খুব বিস্মিত হবেন- ধর্মের মতো ইস্যু আজও আছে। আজও রায়ট হয়।
আজও সবাই ক্ষেপে উঠে কল্লা কাটে, রগ কাটে।
কিছু বদলায় নি। কিছু ঠিক হয় নি। যে ভাষার জন্যে তাঁরা বিনামূল্যে ঘরের নিরাপদ কোণ থেকে রাস্তায় বেরিয়ে লাশ হয়ে গেলেন, সেই ভাষায় এখন তাদের নাতি-পুতির দল খিস্তি খেউড় করে। নিজেদেরকে তাঁদের কী মনে হবে?
একটি জারজ, নপুংসক, বুদ্ধি ও মেরুদণ্ডহীন বংশধর তৈরি করেছেন তাঁরা।
বড়ো লজ্জা পাবেন হয়তো!...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।