মনের না বলা কথা বলতে চাই
☼চলমান আন্দোলন দেশ কিবা বিশ্ববিদ্যালয় ।
১। একটা বিশ্ববিদ্যালয় এর পড়াশুনার শেষ প্রান্তে এসে দাঁড়ানো একজন শিক্ষার্থীর কথা ভাবুন। যার পিতা কিনা কোন সরকারী/বেসরকারি কোন চাকরি হতে অবসর নিয়েছে প্রায় এক বা অর্ধ যুগ আগে। পেনশন এর সব অর্থ দিয়ে দিতে হয় তাঁর ছেলে/মেয়েকে পরিবার চলে অনিশ্চিত যাত্রায় তেল আনতে পান্তা ফুরাতে ফুরাতে ।
২। বাবা মায়ের একমাত্র অর্থ উপার্জন এর উৎস হিসাবে যে ছেলেটি পরিনত হতে যাচ্ছে,সেই ছেলেটা যে বাবা মা কে বার বার সময় দিয়ে যাচ্ছে এইতো,আর মাত্র কয়েকটা দিন । তারপর ফাইনাল পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে ঘর ভরে চাল ,ডাল আর মাংস ।
৩। কোন এক গ্রামের গরীব কৃষক পরিবার এর তিন মেয়ে,এক ছেলে।
বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এই ছেলেটা ভাই বোনদের ভিতর তৃতীয়। বড় দুইটা বোন বিবাহ উপযুক্ত বয়সী । যৌতুক এর অমানবিক নির্মম প্রস্তাব একের পর এক তাঁর বোনদের জন্য । পিতামাতা অপেক্ষায় আছে কবে ছেলে পড়া লেখা শেষ করে চাকরি পাবে আর বোন দুইটা কে বিয়ে করে সমাজের অসামাজিক লোকের চোখে পর্দা দিবে ।
৪।
অথবা একটা ছেলের কথা ভাবুন যে ছেলেটা প্রেম করে গ্রামের মধ্যবিত্ত ঘরের একটা মেয়ের সাথে। বাসায় বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিতে দিতে মেয়েটা আজ ক্লান্ত । আর ছেলেকে বার বার বিয়ের কথা বলতে বলতে নিজেও ক্লান্ত ছেলেও মাথার যন্ত্রনায় আজ ভারাক্রান্ত । কবে সে পড়াশুনা শেষ করবে আর একটা জব পেয়ে প্রেমিকার বাসায় প্রস্তাব দিবে.........।
কিন্তু টা কি আর হবে না গান ধরতে হবে এটা কি ২৪৪১১৩৯ ? ? ?
কোন দল ভালো খারাপ আম জানিনা বুঝি না ।
কিন্তু এটা বুঝি আমামদের স্বপ্ন গুলো দিন দিন দুঃস্বপ্নে পরিনত হচ্ছে । সব সুন্দর স্বপ্ন গুলো ভেঙ্গে যাচ্ছে বিশ্ববিদ্যালয় ও দেশের চলমান আন্দোলন এর জন্য । পরীক্ষা আর ক্লাস যেন দিন দিন সোনার হরিণ হয়ে যাচ্ছে । (দ্রুত সমাধান চাই )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।