আমাদের কথা খুঁজে নিন

   

সেলুনে একদিন , , , , {ছোট গল্প}



, , একদিন এক লোক তার ছেলেকে নিয়ে ভাল এক ac সেলুনে গেলেন চুল কাটাবেন বলে। ছেলেকে বসিয়ে রেখে আগে নিজে চুল কাটাতে বসলেন। খুব আরাম আয়েশ করে নিজের ফেসিয়াল করালেন, চুল কাটিয়ে নিলেন, ঘাড় মালিশ করালেন। এরপর ছেলেটিকে দেখিয়ে সেলুন এর নরসুন্দর দের বলে গেলেন, "এই যে বাবু কে খুব সুন্দর করে চুল কেটে দিন। আমি একটু সামনের দোকান থেকে আসছি।

"কোনও চিন্তা করবেন না ভাই"। নাপিত লোকটাকে আশ্বাস দেয়। লোকটাও নিশ্চিন্ত মনে বেরিয়ে পড়ল। এদিকে নাপিত ও খুব যত্ন করে ছেলেটার চুল কাটিয়ে দিতে লাগল। চুল কাটানো শেষ।

এক ঘন্টা হয়ে গেল। কিন্তু লোকটি আর ফিরে না, ফিরে না। "এই বাবু তোমার আব্বা ফিরে না কেন?" "উডা তো আমার আব্বা না!" "মানে?!!" "দোস্তদের লগে খেলতাছিলাম, হেই লুকডা আইলো। আমারে কইলো ac সেলুনে চুল কাটাবা? আই কইলাম হ, তারপর এইহানে নিয়া আইলো। " নাপিত এর হাত থেকে টুপ করে কাঁচি চিরুনি পড়ে গেল।

বেচারা নাপিতের এতক্ষণে বোধদয় হল যে এতক্ষণ ধরে সে বিনে পয়সায় দুজনের চুল কাটিয়ে ফেলেছে! মনে মনে সেই লোকটার জ্ঞাতিগুষ্ঠীকে ১০১টা গালি দিয়ে গিজগিজ করতে লাগল, "তোরে একদিন যদি পাইছি আমি!... "। কিন্তু লোকটাকে পাবে আর কোথায়? হয়ত অন্য কোন একদিন ভিন্ন কোন এক সেলুনে আবারও ঢুকে পড়ে ভিন্ন ভিন্ন চুল এর style করে বেড়বে সে...... এক্কেবারে বিনেপয়সায়! {গল্পটির আমার আব্বুর কাছ থেকে শোনা। হয়ত অনেকেই আগে শুনেছেন, যারা শুনেননি তাদের জন্য শেয়ার করলাম। }

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.