CONNECTION FAILED
এসিড জ্বালায় জ্বলছে আমার শরীর আর মনের অলি গলি।তোমার দেয়া ছোট ছোট আঘাত বড় থেকে অনেক বড় হয়ে হিমালয় ছুঁইতে চাইছে।শরীরটা আমার ক্রমশ নীল থেকে ধূসর হয়ে যাচ্ছে......প্রতিদিন অবিরত উত্তর তোমার তাতে কি হয়েছে??
তুমি আসবে,আসছো কিংবা এলেই এই শংকায় হৃদয়ের স্পন্দন বাড়ছে,পায়ের ধ্বনি,কথার ধ্বনি শুনি বারংবার,এদিক ওদিক সেদিক,উফ!এক মুহুর্ত স্বস্তিহীন কাটে না চব্বিশ ঘন্টা! ক্লান্ত হয়ে চোখের পানি কখন যে ঝরে পরে রক্তিম হয়ে যায়......তবুও তোমার অবলীলায় প্রতিউত্তর তাতে কি হয়েছে??
নীল আকাশ মুক্ত বিহঙ্গের মতো ডানা মেলে উড়ার স্বপ্ন তিল তিল করে বির্সজন দিলাম শুধু তোমার ঐ হাস্যোজ্জ্বোল মুখটি দেখে।রাহুর গ্রাসের মতই অবলীলায়-অবহেলায় এই আমাকে একটু একটু করে নিয়তীর নিমর্ম দোহাই দিয়ে প্রতিদিন নতুন আঙ্গিকে তোমার প্রতিউত্তর............তাতে কি হয়েছে??
আমি নির্ঘুম জেগে থাকি শুধুই তোমার আশায়,ঘুরে বেড়াতে চাই স্বপ্নীল দেশে তোমার হাতটি ধরে সুন্দর এক জীবনের প্রত্যাশায়.........আর তুমি থাক এক অজানা গ্রহে আমাকে ছেড়ে।কি রাখলে আমার?একান্ত আমার করে তোমার পৃথিবীতে কেবলই নিঃসঙ্গতা ছাড়া!!
আর তোমার প্রতিউত্তর .........তাতে কি হয়েছে??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।