জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে অনন্য এক নাম । কেউ কোনভাবেই তার নাম মুছে ফেলতে পারবে না । বরং কালের বিবর্তনে আমরা ধীরে ধীরে প্রকৃত জিয়াউর রহমানকে বাংলাদেশের ইতিহাসে বারে বারে খুঁজে পাবো । একজন মুক্তিযোদ্ধার শাসক হওয়া আর সেই শাসক জিয়ার মুক্তিযোদ্ধাদের নিধন, দালাল আইন বাতিল করে গোলাম আযমদের রাজনীতি পুর্ণবাসন... কী চমৎকার বহুমুখী আচরণ, যা একজন সাধারণ মানুষের পক্ষে অসম্ভব । তিনি বরাবরই তার দ্বৈত নীতিতে মহান ।
তিনিই প্রথম সরকারের সামরিক বাহিনীর পোষাক পড়েই রাজনৈতিক দল যেমন গঠন করেছেন তেমনি স্বৈরশাসক হয়েই নাকি দেশে বহুদলীয় (!!) রাজনীতি কায়েম করেছেন । তার দ্বৈতনীতি অতুলনীয়, দেশের ৩ শতাংশ মানুষ বাঙ্গালী না হওয়ায় আমাদের বাংলাদেশী বানিয়েছেন আবার সেই উপজাতি প্রেমীই উপজাতীয় অঞ্চলে তাদের উৎখাত করে বাঙ্গালীদের বসবাসের ব্যবস্থা করেছেন ।
তার দায় শোধের রাজনীতিও অতুলনীয়, যে কর্ণেল তাহের তাকে প্রাণে রক্ষা করেছেন তাকে তিনি ফাঁসী দিয়েছেন ।
এই মহান নেতার কর্মকান্ড ফিরিস্তি দিয়ে শেষ করা যাবে না, যদিও হাইকোর্ট তিনিসহ সকল স্বৈরশাসকদের অবৈধ ঘোষণা করেছে আর এইসব অবৈধ স্বৈরশাসকদের নামে কোন স্থাপনা বা প্রতিষ্ঠান থাকা উচিত নয় বলেছেন । কিন্তু কালে এই মহান নেতাকে সবাই স্মরণ করবে কিভাবে তিনি বাংলাদেশের পো... মেরেছেন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।