ধৈর্য
সোশ্যাল মিডিয়া হচ্ছে ইন্টারনেটে মানুষের মিথস্ক্রিয়ার একটি মাধ্যম - ইন্টারনেট কম্যুনিটি, নেটওয়ার্ক বা ওয়েব এপ্লিকেশন যা ব্যবহার করে এর ব্যবহারকারীরা তথ্য এবং চিন্তাভাবনামূলক কন্টেন্ট (লেখা, ছবি, ভিডিও ইত্যাদি) তৈরি, প্রচার ও বিনিময় করে থাকে। যেমনঃ ফেসবুক, ইউটিউব, কম্যুনিটি ব্লগসমূহ।
সোশ্যাল মিডিয়া এখন সবার আগ্রহের একটি বিষয়। একসময় বাংলাদেশের সবচে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকের পরিবেশ ছিল একটা ঘরোয়া দাওয়াতের মত। যেখানে পরিচিত বন্ধুদের আড্ডা, গ্রুপ জোক, আর হাল্কা কথা বার্তা হয়।
অন্যদিকে টুইটার প্রথম থেকেই ছিল কিঞ্চিত সিরিয়াস জায়গা। সেখানে আপনার নিছক কথায় লোকজন হাততালি দিবেনা। বরং আপনার কথায় যদি জোড় থাকে তাহলেই সেটা সবার মুখে প্রতিদ্ধনিত হতে থাকবে।
ক্রমে সোশ্যাল মিডিয়া গুলার বিবর্তন হল। বাংলা কম্যুনিটি ব্লগ জনপ্রিয় হল।
একদল মানুষ ব্লগসাইট গুলোকে ব্যবহার করতে থাকল সমাজ, রাজনীতি, সাম্প্রতিক ঘটনা নিয়ে তাদের চিন্তাভাবনাগুলো শেয়ার করার জন্য। অন্যদিকে ফেসবুক হয়ে গেল একটা পার্কের মত। যেখানে প্রত্যেকের নিজস্ব একটা কর্নার আছে। কথাও জটলা করে ফুটবল নিয়ে মাতামাতি হচ্ছে, কোথাওবা হচ্ছে তর্কযুদ্ধ, আর স্পিকারস কর্নারে একের পর এক ফেবু সেলিব্রিটিরা সাম্প্রতিক বিষয়াবলী কিম্বা রাজনীতি নিয়ে বক্তৃতাবাজী করছে। আপনি যখন যেখানে খুশি বসে যেতে পারেন।
তবে যে জিনিষটা বুঝতে পারছি সেটা হল, চ্যটরুমের মত হাল্কা মেজাজ ত্যগ করে মোটামুটি সব সোশ্যাল মিডিয়াই এখন গম্ভীর হয়েছে। এর ব্যবহারকারী কিশোরেরা এখন যুবক। রাজনীতি নিয়েই এখন তাদের যত আগ্রহ। মিশরের তাহ্রির স্কয়ার থেকে শুরু করে দেশে দেশে অকুপাই ওয়াল স্ট্রিট আন্দোলন আর হালের শাহবাগ আন্দোলনে আমরা এই যুবকদেরকেই দেখেছি। যাদের সংগঠিত করা ও অনুপ্রেরিত করার মূলে ছিল সোশ্যাল মিডিয়া।
বিশ্ববিদ্যালয়ের একটি কোর্সে সোশ্যাল মিডিয়া ও রাজনীতি নিয়ে একটা পেপার লেখার প্রয়াস নিয়েছি সাম্প্রতিক। বাংলাদেশের যুবকদের রাজনৈতিক কর্মকাণ্ডে উদবুদ্ধ করতে সোশ্যাল মিডিয়ার কতটুকু ভূমিকা পালন করছে সেটা খুঁজে বের করার চেষ্টা করা হবে সেখানে। আপনারাও এই গবেষণায় সাহায্য করতে পারেন একটা অনলাইন সার্ভেতে অংশ নিয়ে। সার্ভেটি পাবেন এইখানে,
http://goo.gl/tSf1ts
ইতোমধ্যেই এই বিষয়ক আরেকটি পোস্ট দেয়ার পর ভাল সাড়া পেয়েছি। সার্ভেতে অংশ নেয়ার অনুরোধ রইল আপনাদের সবাইকে।
যারা এর মধ্যেই দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। পারলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন সার্ভের লিঙ্কটি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।