ওয়েব ডেভেলপাষ্টায় আছি, দোয়া করবেন। গত কাল রাত থেকে চেষ্টা করছি একটি সোশ্যাল নেটওয়ার্ক সাইট তৈরী করার। বিভিন্ন ব্লগে ব্লগে অভিজান চালিয়ে দুই তিনটা স্ক্রিপ্ট এরও সন্ধান পেয়েছি। কিন্তু সেগুলো টাকা দিয়ে কিনতে হয় যেটা আমার দারা সম্ভব নয়। তাই বাঙালি হিসাবে ফ্রী এর খোজে লেগে গেলাম।
এবং elgg নামে একটা ফ্রী স্ক্রিপ্ট পেয়েও গেলাম। তার পর শুরু হল আসল ঘটনা। স্ক্রিপ্টা আপলোড করে ইন্সটল করতে যেয়ে দেখি ইন্সটল হয়না। .htaccesses নামের কি একটা ফাইলের কারনে। যতই চেষ্টা করি কোন কাজ হয়না।
তারপর সেটা বাদ দিয়ে অন্য স্ক্রিপ্ট খোঁজা শুরু করি। অবশেষে phpfox নামের একটি ৯৯ ডলার মূল্যের স্ক্রিপ্ট ফ্রী পেয়ে যাই। এবং সেটা দিয়ে একটি সাইট তৈরী করি।
এটা আসলে পরিক্ষামূলকভাবে তৈরী করেছি। তার পরও আপনাকে আমন্ত্রন রইল সাইটটা ঘুরে দেখার।
রেজিস্ট্রেশন করে আমাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠালে কৃতজ্ঞ থাকব।
সাইট টা ভিজিট করতে চাইলে এখান ক্লিক করতে পারেন । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।