কবিতা উৎপাদন মূলক, শরীরবৃত্তীয়
এক. সোশ্যাল কনট্রাক্ট
নতুবা রাষ্ট্রেরই বৈধতা দ্বিধালীন থাকে; চলুন
নিসর্গ সাথে- তাহাদের কনসার্ন ল'য়ে,
নতুন আবদ্ধ জ্ঞানে সম্পৃক্ত হই - এটিও সোশ্যাল;
মনুষ্য সমাজে বৃক্ষরা আদিবাস নিয়ে থাকে।
দুই. তোমার সাথে রাজনৈতিক সর্ম্পক
তোমার সাথে আমার সর্ম্পকটা রাজনৈতিক-
বিষয়টি সংসারের অন্যসব টানাপোড়নের মতন
তুমি কি বুঝতে পারো?
ইন্সটিটিউশন হিসেবে পরিবার তোমার আর আমার সম্পর্কের পূরোধা
ইন্সটিটিউশন হিসেবে পরিবার আমাদের সংহতির মা
পুরুষের প্রকৃতি ঘুরে তুমি যদি গোপনে বানাও অযথা পাপড়,
গুড়োদুধ কেনো যদি গোপন খরচে-
দুদক তোমাকে নিয়ে পীড়িত হবে।
তিন. অরাজনৈতিক
গাছেদেরও বীর্যানুভুতি আছে-
এবিষয়ে কেউ কোন সামাজিক সম্পর্কে যায়নি কখনো।
আমি বিজ্ঞানী নই অথবা
এসকল রাজনৈতিক পঙতিও নয় বটে; তাই এবিষয়ে
আর কোন বাক্য বরঙ দ্ব্যর্থক শুনাবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।