আমাদের কথা খুঁজে নিন

   

রুখবে আমায় কে?

Real knowledge is the knowledge about "The Real", or at least, that which leads to "The Real" - rest is just conjecture!

"রুখবে আমায় কে?” - বিজ্ঞাপনে বলা একটা ডাহা মিথ্যা কথা ৷ মানুষকে তার সীমাবদ্ধতাই রুখে দেয়, আকাশ দূরে থাক, ছয়ফুট মানুষ, কিছুতেই নিজগুণে ছুঁতে পারে না দশফুট কার্নিশ! তবু, এমন মিথ্যা বলেই মিথ্যার বেসাতীর ফাঁদ পাতে বেনিয়ারা - স্বপ্নের রাজ্যে নিয়ে যায় স্বপ্নহীন মানুষকে, মিথ্যা গল্প ফেঁদে ৷ তারপর স্বপ্ন খেয়ে, স্বপ্ন পরেই কেটে যায় - "স্বপ্ন-বন্দীর” বাকী জীবন ৷ এ যেন আফিম, হেরোইন, হ্যাশিসের মতই - মিথ্যা সুখে চুর হয়ে থাকার আরকেটি শয়তানী আয়োজন ৷ মিথ্যা বোধ, মিথ্যা আশা, মিথ্যা শত্রু, মিথ্যা ভালোবাসা - মিথ্যা প্রেমের প্রেম-প্রেম খেলা ৷ আকন্ঠ মিথ্যা প্রাপ্তি আর মিথ্যা খেতাবের মাঝে ডুবে থাকা মানুষের তবু কত দম্ভ! নিজের পিঠ চুলকাতে না পারা মানুষেরও ঈশ্বরের সাথে লড়বার, ঈশ্বরের প্রতিদ্বন্দী হবার কি দারুন স্পর্ধা ৷ অসীমের পানে তাকানো আর অসীম ছুঁতে পারা এক কথা নয় ৷ টেলিস্কোপে এন্ড্রমিডা দেখা, আর সেখানে যাওয়াও যেমন এক কথা নয় ৷ কি দারুন ঔদ্ধত্য: পৃথিবী জুড়ে কিল বিল করা, সাড়ে সাত শত কোটি মানুষ; তাদেরই একজন হয়েও ভুলে যাওয়া, "আমি আর সকলের মত কেবলই এক মানুষ - গতকালের তুচছ এক ফোঁটা বীর্য, আর আগামীর হাড়গোড়, পচা গলা মাংসপিন্ড কৃমি-কীট ছেড়ে গেলে কাদা হয়ে যা কাদায় গিয়েই মেশে, বিলীন হয় ৷"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.