আমাদের কথা খুঁজে নিন

   

পাগলামী

ভাল লাগে মানুষকে সৃস্টিকে প্রকৃতিকে

মানুষের কার্যকলাপ দেখে মাঝে মাঝে মনে হয়, মানুষ কেন এমন আচরণ করে? তার কি কোন বিশেষ কারন আছে? কে কি করে না করে কারো সাথে কারো কোন মিল নেই । আগে থেকেই সবারই কোন না কোন পরিকল্পনা থাকে-- এভাবে করবে, এমন করবে, এটা করবে, সেটা করবে আরো কত কিছু -- কিন্তু এসব কিছুই ১০০% ঠিক থাকেনা । জীবন মানেই কেন জানি পাগলামী মনে হয় হাসতে ইচ্ছে করে-তাও মানা একা একা হাসলে সবাই ভাবে পাগল । কথা বলবে তাও মানা কারন শুধু পাগলরাই একা একা কথা বলে সুতরাং প্রতিটি মুহুর্ত এবং প্রতিটি বিষয়ই পাগলামীর অংশ-- ঠিক বলেছিতো???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।