যেমন ধরেন স্রষ্টা সব কিছু সৃষ্টি করেছেন। তিনি সব কিছু ঠিক করেন।
সব দেখেন। সব ভাল মন্দের শাস্তি এবং পুরষ্কার দেবেন। সব তার সুষ্টি! সব!
আমি নাস্তিক, আমাকে ঈশ্বর সৃষ্টি করেছেন।
আমার পাপ পূন্যের বিচার তিনি করবেন। এবং সেটা আমার মৃত্যুর পরে।
জীবীতাবস্থায় আমি ঈশ্বরের সৃষ্টি, আমার অমঙ্গল করা যায় না, আমার কর্মের ফল, আমাকে ঈশ্বর ভোগ করতে দেবেন। কোন মানুষের তা করার অধিকার নেই!
এই টুকু যে মানে, সেই বিশ্বাসীকে আমি শ্রদ্ধা করি। বাদবাকী সবাই ঘৃনিত।
কিন্তু তার মানে এই নয় যে, আমি এক অলিক ঈশ্বরে বিশ্বাস করি।
জীবে প্রেম করার জন্য আমার কোন কল্পনা শক্তির উপড় ভরসা করতে হয় না। আল আমিন হতে আমার বাইবেল হাতে নিতে হয় না। শুকরের মাংশ খেলে আমার জাত যায় না। আমি শুধু মানুষ হতে চাই।
হিন্দু, মুসলমান, খ্রিষ্টান এসব কিছু নয়। শুধু মানুষ হতে চাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।