আমাদের কথা খুঁজে নিন

   

দীঘির পাড়ে ছায়া......

মুন রিভার ...
দীঘির পাড়ে ছায়া,ছাতিমগাছ অলক্ষ্যে কে?শব্দ,সবুজ ঘাস! বুকের ভেতর জল তির তির নদী বন্ধ দু চোখ,বৃষ্টি অনুভুতি..... দীঘির পাড়ে ছায়া,ছাতিমগাছ হাটুর উপর আলগোছে দু হাত দৃশ্যপটে ক্রোধের আনাগোনা জলের ছায়া,যায় না তাকে চেনা... অচিন বৃক্ষ,দুর থেকে সাবধান পতঙ্গকুল ধরছে এ কোন গান ছায়ার ভীড়ে ছায়া,অন্ধকার বন্ধু বাতাস,অদৃশ্য পাহাড়! দীঘির পাড়ে ছায়া,ছাতিমগাছ......... দীঘির পাড়ে ছায়া'
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।