১৮৩ একর বাংলাদেশকে দিয়ে ১২৪০ একর নিয়েছে আসাম। ভারত বাংলাদেশের সঙ্গে জমি বিনিময়চুক্তি পার্লামেন্টে রেটিফাই করবে তবে তার আগে কিছু প্রকাশ করবে না। গোপনীয়তা বজায় রাখবে। কারণ এই ‘চুক্তি যাতে না হয় সেজন্য বহু ধরনের বিদেশী খেলোয়াড়দের চাপের মুখে পড়বে বাংলাদেশ। ’ এ কথা আসামের বিধানসভায় উচ্চারিত হয়েছে গত সোমবার।
পূর্বঘোষণা মতে আসামের বিধানসভার বিশেষ অধিবেশনে বাংলাদেশকে জমি দেয়া নিয়ে বিতর্ক হলো। তবে চুক্তি বাস্তবায়ন বিষয়ক মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন, এ চুক্তি এখন উভয় দেশের পার্লামেন্টে রেটিফাই হতে হবে। সই হওয়ার আগে আমরা এ চুক্তি নিয়ে আলোচনা করতে পারি না। আমরা যদি চুক্তি সম্পাদনের আগেই সবকিছু প্রকাশ করে দিই তাহলে বাংলাদেশ এ চুক্তি যাতে না হয় সেজন্য বহু ধরনের বিদেশী খেলোয়াড়দের চাপের মুখে পড়বে। আর সেটা যাবে ভারতের জাতীয় স্বার্থের বিরুদ্ধে।
’ তার কথায়, বড়ইবাড়িতে ১৯৩ একরের জন্য ভারত হয়তো সংগ্রাম করতে পারতো কিন্তু সে ক্ষেত্রে সময় লাগতো অন্তত ৫০ বছর কিংবা তার চেয়ে বেশি। সেজন্য এত দীর্ঘ অপেক্ষার চেয়ে আমরা মাত্র ১৮৩ একর দিয়ে ১২৪০ একর ভাগে আনতে পেরেছি। অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিড ফ্রন্ট নেতা সিরাউদ্দিন আজমল বাংলাদেশকে জমি দেয়ার বিরোধিতা করে বলেন, আমাদের ভূখণ্ডগত অখণ্ডতার বিষয়ে একটা আপস করা হয়েছে। এরপরও এমন কেউ কি আছে যে বলবে আওয়মী লীগ সরকার দেশের স্বার্থ বিকিয়ে দেয় নি?
jakir hussain
লিংক: Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।