আজ খুব ভোরেই ঘুম থেকে উঠেছিলাম। না। ভ্যালেন্টাইন ডের জন্য নয়। কাল রাতেই অফিস থেকে পাওয়া অ্যাসাইনমেন্টে যেতে হবে আমাকে। আমার বাসা মিরপুর।
যেতে হবে ফুটবল ফেডারেশন ভবনে। এএফসি চ্যালেঞ্জ কাপে খেলতে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশের সোনার ছেলেরা। তাদের সঙ্গে কথা বলে স্টোরি করতে হবে। কি আর করা! সকাল ৮টার ভেতরে রেডি। দৈনিক পত্রিকা এলে সেগুলো একনজর চোখ বুলিয়ে বের হলাম গন্তব্যে।
গিয়ে কি দেখলাম, কি করলাম তাতো প্রথম আলোর কালকের খেলার পাতায় চোখ বুলালেই দেখতে পাবেন।
অফিসে এসে আরো অন্যান্য নিউজ লিখতে লিখতে আমার ভ্যালেন্টাইন শেষ। হঠাৎ করেই মনে হল আমাদের সাংবাদিকদের জীবনে ভ্যালেন্টাইনস ডে থাকতে নেই। ছিল হয়তো একদিন।
সেদিন অনেক আগেই পার করে এসেছি।
এখন অন্যরা পালন করবে আর আমরা লোভাতুর দৃষ্টিতে তা চেয়ে চেয়ে দেখব।
ঠিক আছে... আপনারাই পালন করুন মহান ভ্যালেন্টাইন ভদ্রলোকের এই বিশেষ মৃত্যু দিবসকে। ...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।