আমাদের কথা খুঁজে নিন

   

একদা ভ্যালেন্টাইন

নামটা মনে রাখবেন কী এক অদ্ভুত আইন! সেদিন ছিলো ভ্যালেন্টাইন। বের হয়ে দেখি পথে পথে যুবক-যুবতী চড়ছে প্রেম-রথে! আমি বেরিয়েছিলাম একা চশমা সারাতে। পকেট প্রায় ফাঁকা। ফিরতি পথে দেখি এক দরিদ্র বুড়োকে কাঁদছে বসে পথের বাঁকে। দমাদম মাথা ঠুকছিলো সে দেয়ালে।

দৌড়ে থামালাম। হাত বুলালাম তার চুলে। 'কী হয়েছে?', করলাম তাকে জিজ্ঞেস। শুনলাম, মাথায় টিউমার, তাই তার এই বেশ। কদম ফুলের মতো মাথায় শুভ্র-পক্ব তার কেশ সেথায় সৃষ্টি হলো এক দুঃখের আবেশ।

পকেটের অল্প টাকা, ঢেলে দিলাম তার হাতে দৌড়ে ফিরলাম বাসায়, কান্না দমাতে। এ ক্যামন নির্মমতা? উচ্ছল সকল প্রেমিক যুগল, বুঝতো যদি এদের কথা? টাকা না উড়িয়ে এদের দিলে হতো সফল। এ ক্যামন বাস্তবতা? এ ক্যামন ভ্যালেন্টাইন? শুধু প্রেমিকার জন্যই প্রেমের কথা? এ ক্যামন অদ্ভুত আইন? প্রকৃত প্রেম সবাই পাবে মা-বাবা-বোন ও ভাই। মানুষ, পশু, গাছ- সকল জীবে। নয়তো ভ্যালেন্টাইনের ভ্যালু নাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।