আমাদের কথা খুঁজে নিন

   

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাশ নিয়ে সরকারি দলের সাংসদ শেখ ফজলুল করিম সেলিমের বক্তব্যের প্রতিবাদে বিএনপি আজ রোববার সংসদে ফিরেই আবার ওয়াকআউট করেছে

..............................

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাশ নিয়ে সরকারি দলের সাংসদ শেখ ফজলুল করিম সেলিমের বক্তব্যের প্রতিবাদে বিএনপি আজ রোববার সংসদে ফিরেই আবার ওয়াকআউট করেছে। বিকেল সোয়া তিনটায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে শুরুতেই সংসদে যোগ দেন বিরোধী দল বিএনপি ও জামায়াতের সাংসদেরা। তবে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া এ সময় অনুপস্থিত ছিলেন। জিয়াউর রহমান ইস্যুতে সংসদের শুরুতেই অধিবেশন কক্ষ উত্তপ্ত হয়ে ওঠে। বিরোধী দলের সাংসদেরা টেবিল চাপড়িয়ে, চিত্কার করেন, ফাইল ছুড়ে সংসদকক্ষে হইচই শুরু করেন।

একপর্যায়ে মওদুদ আহমদের নেতৃত্বে বিরোধী দল ওয়াকআউট করে। অধিবেশন শুরুর পর শেখ সেলিম বিরোধী দলের বক্তব্যের জবাব দিয়ে বলেন, ‘জিয়াউর রহমানকে কটূক্তি করতে আমি কিছু বলিনি। কিন্তু বিরোধীদলীয় সদস্যরা বলেছেন, কটূক্তি করেছি। কিন্তু আমি তো আসল সত্য নিয়ে কথা বলেছি। বলেছি, কবর দেওয়ার আগে জিয়ার লাশ কেউ দেখেনি।

একটি বাক্স এনে এখানে কবর দেওয়া হয়েছে। কিন্তু তা নিয়ে কেউ কথা বলেনি। ’ তিনি বলেন, এখনো এর প্রমাণ হতে পারে। শেখ সেলিমের এ বক্তব্যের পর বিরোধী দল তীব্র প্রতিবাদ ও হইচই করে ওয়াকআউট করে। এ সময় স্পিকার বিরোধী দলের সাংসদদের ফ্লোর দিলেও তাঁরা বক্তব্য না দিয়ে সংসদকক্ষ ত্যাগ করেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.