আমাদের কথা খুঁজে নিন

   

চন্দ্র ফল

আজ জোছনা ও তারার মিলনমেলা নির্ঘুম রাত, কিছু অযাচিত স্বপ্নের অবারিত খেলা। আজ নগ্ন পায়ে জোছনার রং মেখে একা আমি একলা রাতে কিংকর্তব্যবিমূঢ়, অনিশ্চয়তার চাদর গায়ে। আজ ঘাস মাটির নরম জঞ্জাল ফেলে ধুলো মাখা পথ, পথের দাবি নিয়ে পৃথিবী ঘাড়ে মাথা রেখে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে নিজেকে বন্দি রাখি, নিজের অন্তরালে। আজ জমে থাকা জলে, চাঁদের ছবি ভাসে এই নড়ে তো এই চড়ে সদা দোদুল্যমান চিত্ত, সহবাস অস্থিরতার সাথে আজ পূর্ণ চাঁদের গায়ে, চাঁদ আলো করে অভ্যাগত মেঘ, ভেলায় ভেসে আসে সম্ভাবনাময় বর্ণিল ভবিষ্যৎ, কেবলই রং ঝরে পড়ে। আজ শেষ রাতে, আবারও চাঁদ জেগে উঠে ম্রিয়মান আলোর তরঙ্গ উদ্ভাসিত করে ভাবলেশহীন অনর্থক এই অন্ধকারে প্রফুল্ল মনে ভাবতে ইচ্ছে করে জীবন এতো সহজ ক্যানে? আজ চাঁদ যাবে বাড়ি, শুধু আমায় আলো দিয়ে আমাকে একা ফেলে স্বপ্ন, প্রত্যাশা আর প্রতয়ের ঘেরাটোপে। যুদ্ধাংদেহি, আমি তৈরি মহা সংগ্রামের এই মহা মঞ্চে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।