আতলান্তিকের এ পার হতে ও মন কাঁধে, যেখানে মন ভরে উঠে মাঠির সোঁদা গন্ধে -সে আমার জন্মভূমি বাংলাদেশ
লাস্যময়ী কিশোরীর ঠোঁটের মতোন
এক খানি রূপালী চাঁদ উঠে গগনে
স্নিগ্ধ আলোয় জুড়ায় মনের উঠোন
চেয়ে থাকি এক দৃষ্টিতে মুগ্ধ নয়নে;
চন্দ্র আলোয় পিপাসিত কাতর মন
তক্কে থাকি দেখা হবে কখন স্বপনে
আকাশে যুবতী চাঁদ রূপের বসন
কানে কানে কব মনের কথা গোপনে;
কি জানি কোথা হতে মেঘের দস্যু এসে
চন্দ্র হরি লুকায় জলধির আড়ালে
বিনিদ্র নিশি মোর চোখের জলে ভাসে
ব্যাথায় ভস্ম হৃদয় বিরহ অনলে ;
ছায়াটুকু রয়ে যায় পৃথিবীর 'পরে
চন্দ্রালোয় ভেসে একদিন যাব ঝরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।