যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।
নৈর্বেক্তিক চাঁদ
আমার স্বীকারোক্তির কোন স্থান আর অবশিষ্ট নেই
সম্পর্কগুলোকে খাঁচায় ভরে ঝুলিয়ে রেখেছি ফেলে আসা গলিত মাচায়
অথবা তারাই আমাকে বাতিল করে ফেলে দিয়েছে মৃত পোষ্যের খাঁচায়
একদা যাকে নিয়ে শুরু হয়েছিল আমার মুগ্ধ বিস্মিত প্রশ্নমালা
এখন তাকেই ভি েকরতে দেখি খ্যাতির ঠাঁসবুনোট চৌরাস্তায়
তাই আজ আমার আর কোথাও যাওয়ার নেই
এমনকি কবিতার কাছেও নয়
এমনকি শ্রেষ্ঠসুখের রমনীয় তরল বা পিচকালো মাংসের কাছেও নয়
এমনকি তোমার স্তনের কাছেও নয় আমার প্রিয়তমা
আমার স্বীকারোক্তির কোন স্থান আর অবশিষ্ট নেই
আমার স্থান নেই নিজের সবল শুক্রাণুর কাছেও
আমার স্থান নেই নিজের বাতিল পদ্যের হরফেও
আমার স্থান নেই উগরে দেয়া বমির মলে
আমার স্থান নেই ভাগারের নোংরা বিস্মিত দেয়ালে
আমার স্থান নেই শৈশবের দু্যতিময় সুখে
আমার স্থান নেই যৌবনের পরিণত বিমূর্ত দুখে
তাই তোমার কাছেই এসেছি হে ভুলে যাওয়া চাঁদ
পরশে খানিকটা অতীত মন্থনের স্বাদ যদি দাও
কোষে কোষে যদি জ্বালিয়ে দাও নতুন কোন গণিত
অথবা শুধু চেয়ে থাকার অনুমতিটুকু যদি দাও
আজ আমার স্বীকারোক্তির কোন স্থান আর অবশিষ্ট নেই
তাই তোমার কাছে ভি েচাই এতকালের উপেতি জল
আমি তৃষ্ণায় হেঁটে চলেছি নি:সঙ্গ ধুঁলো হয়ে
আর আমাকে নিয়ে খেলা করছে আয়েসী মননের দল
আমাকে খানিকটা শব্দ আর রঙ যদি তুমি দাও
তবে স্বীকারোক্তির সব আয় তুলে দেব তোমার হাতে
আমাকে যদি খানিকটা স্নেহ কর, স্পর্শ কর
তবে শূণ্যে উড়িয়ে দেব এই তবিত জীর্ণ হৃদপিন্ড
আমাকে যদি একটু আহত কর বা ঘষে দাও তোমার নখ দিয়ে
তবে তোমার মেঝেতে বিছিয়ে দেব আমার বাদামী কর্নিয়া
তবুও আমাকে স্বীকারোক্তির স্থানটুকু দাও
আমাকে বিদ্ধ কর, আমাকে ছুঁড়ে ফেলে দাও, আমাকে বাতিল কর
আমাকে ভাঙ্গো, আমাকে মুচড়ে ছিঁড়ে ফালি ফালি কর
আমাকে ভর্ৎসনা কর, আমাকে উপো কর
তবুও আমাকে স্বীকারোক্তির স্থানটুকু দাও হে নৈর্বেক্তিক চাঁদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।