আমাদের কথা খুঁজে নিন

   

চন্দ্র

চন্দ্র তোকে দেখিনি কখনো তবু তুই কত যে চেনা,
তোর বাবার কথামালায় আর বোবাকান্নায়।

চন্দ্র তুইতো আকাশে মেঘের সাথে খেলা করছিস রে মা,
আমরাও আসব একদিন,
সেদিন যেন আমাকেও খেলায় নিস চন্দ্র,
বুড়ো হয়ে এসেছি বলে দুধভাত করে মাঠের পাশে
বসিয়ে রাখিস না যেন।

চন্দ্র তুই খেলা কর আনন্দ কর খুব।
সুখে থাক অনেক অনেক সুখে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।