কতো কী করার আছে বাকি..................
জাফর আহমদ রাশেদের কবিতা-
উৎসর্গের গল্প
যুবতীরা যখন স্নানে মগ্ন, শানবাঁধানো ঘাটের চাতালে কয়েকজন বালক, আর শিশু- যাহারা ইদানীং মাতৃস্তন্য হইতে বঞ্চিত- খেলিতেছিল। এক যুবতী স্নান সম্পন্ন করিয়া চাতালে উঠিলেন। তিনি বসন ত্যাগ করিয়াছেন, অধুনা পরিচ্ছদ একখানা সায়ামাত্র, যাহা জলসিক্ত সুস্নিগ্ধ স্তনদ্বয়ের বোঁটার উপরে বাঁধা। ঘাটের এক কোনায় তাহার শাড়ি। তিনি শাড়ির নিম্নে হস্ত প্রসারিত করিয়া ব্রা বাহির করিলেন এবং প্রথমে মালার মত গলায় পরিলেন।
সেই ববন্ধনী বরে উপর নামাইতে গিয়া- আহা কী বিভ্রম- তাহার সায়ার গিঁট খুলিয়া গেল। মুহূতে কী যে ঘটিয়া গেল, স্ত্রীলোকের কোনো সতর্কতাই কাজে আসিল না, একটা অনিন্দ্য স্তন বাহির হইয়া পড়িল এবং আকস্মিক ত্রস্ততায় তাহাতে যে কম্পন জাগিল, রিখটার স্কেলে তাহার মাত্রা সাতের কম নয়।
ঘটনার আরো বাকি ছিল। পূর্বোক্ত শিশুদিগের একজন- মাতৃস্তন্য হইতে বিতাড়িত হইয়াছে বেশিদিন হয় নাই- এক উৎফুল বাক্য পরিবেশন করিল- ‘দুধ দুধ’।
‘যাঃ’- যুবতী শিশুটিকে ভর্ৎসনা করিয়া ঘুরিয়া দাঁড়াইলেন।
কিন্তু পশ্চাৎ তাহাকে আকর্ষণ করিল। সেই চোখ এক বালকের। যুবতী বালকের চোখে চোখ রাখিলেন। তাহাতে রঙের পোশাক, লজ্জা।
বালক বলিতে চাহিল- ‘আমি দেখি নাই।
’ বালকের মুখে কোনো বাক্য আসিল না। আসিলে তাহা মিথ্যা হইত। বালক তখনো মিথ্যা বলিতে শিখে নাই।
ফ্ল্যাপ.................
নীরবতার মধ্যেও লুকিয়ে থাকতে পারে ঠান্ডা বিদ্রুপ। যেভাবে হাসির রাংতা-ঝিলিকে লেগে থাকে নিরশ্র“ কান্নার দাগ।
সত্তা নিয়ত খণ্ডিত-দ্বিখণ্ডিত হয়ে পড়ে বলে আমরা যে দশাটি প্রাপ্ত হই, লোকাচার তাকে ‘দোনামোনা’ বলে একটা আপসরফা করে নিতে চায় বুঝি। কিন্তু এ কবিতাগুলো সন্তর্পণে আমাদের নিয়ে চলে সেই এক আমলকী বনে, যেখানে এক নামে দুজন বন্ধু। ‘পৃথিবীটাকে কীভাবে প্রত্যাহার করা যায়’- হঠাৎ এই প্রশ্ন ছুড়ে দিয়ে তাদের কেউ একজন তন্দ্রার দিকে সরে যায়-‘যেন কোনো দিন আর কোনো প্রশ্ন ছিল না’। চকিতে, পাঠকের সামনে উন্মোচিত হয় এক প্রশ্নহীন জগৎ, প্রকৃতপে যা ছদ্মবেশী, আততায়ী প্রশ্নই বটে।
-সোহেল হাসান গালিব
জাফর আহমদ রাশেদ: জন্ম ২০ সেপ্টেম্বর ১৯৭০, খাস্তগীরপাড়া, সূচক্রদণ্ডী, পটিয়া, চট্টগ্রাম, বাংলাদেশ।
স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর, বাংলা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দুটো কবিতার বই: কাচের চুড়ি বালির পাহাড় (১৯৯৭) ও যজ্ঞযাত্রাকালে (২০০১)। প্রবন্ধ-গবেষণা: আখতারুজ্জামান ইলিয়াসের ছোটগল্প: জীবনোপলব্ধির স্বরূপ ও শিল্প (২০০১)। ছোটকাগজ সম্পাদনা: আড্ডারু। সংবাদপত্রকর্মী।
একটি জাতীয় দৈনিকের সহকারী সম্পাদক।
দোনামোনা-জাফর আহমদ রাশেদ
কবিতার বই। প্রকাশক: সংবেদ, ঢাকা।
মূল্য: ১০০ টাকা। বইমেলায় ৭৫ টাকা।
একুশে বইমেলায় স্টল: ২০৯
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।