আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকায় ভালো জুতোর দোকান



ঢাকায় জুতো কিনতে কিনতে আর ঠকতে ঠকতে ত্যাক্ত বিরক্ত। দোকানে যেয়ে চকচকে জুতোর শেপ, ফিনিশিং দেখে মনে হয় ভালই, বোধহয় অরিজিনাল, দোকানিও বলে ভালো অরিজিনাল বিদেশি মাল, অমুক ব্রান্ড, কয়েক বছরে কিছু হবেনা ইত্যাদি, ইত্যাদি। এবং যথারীতি কেনার দু/তিন মাসের মধ্যেই ধরা। মাঝে কিছুদিন জেনি'স এর কালো জুতো ব্যবহার করলাম, অফিস এর জন্য (টিভিতে ওরা বিঞাপন দেওয়ার আগে)। ওদের জুতো ভালোই, তবে ডিজাইন ভ্যারিয়েশন কম। আবার অ্যাপেক্স এর জুতো পায়ে হ্য় না। এমতাবস্থায়, কেউ যদি ঢাকার ভালো কোন জুতোর দোকান নাম ঠিকানা দিতেন (যেখান থেকে জুতো কিনে ঠকেননি) তবে বিশাল উপকার হত। বিদ্র: টপিকটা বোধহয় একটু রিস্কি হয়ে গেল, কেউ আবার জুতোর দোকান এর বদলে জুতোর বাড়ি দিয়ে না বসে। কি আর করা। আল্লাহ ভরসা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।