নির্জনতা ভালোবাসি
সাধারণত, বিদ্যালয় থেকে কলেজের চত্বরে পা দেবার সাথে সাথেই সাধারণ ছাত্রের রাজনীতির সাথে পরিচয়। তারপর,ক্যান্টিনে ছাত্রনেতাদের রাজনৈতিক আড্ডা, মিছিলের উম্মাদনা দেখে রাজনীতির প্রতি একটু একটু ভালো লাগা তৈরী। বেশী হলে রাজনৈতিক বড় ভাইয়ের টাকায় না বুঝে চা-সিঙ্গারা খাওয়ার কারণে অনিচ্ছাসত্বেও মিছিলে যোগ দেয়া। ব্যস এটুকুই। সাধারণ ছাত্রদের ক্ষেত্রে রাজনীতি কখনো পড়াশুনার চেয়ে বড় হয়ে উঠে না।
এর পরে শুরু হয় উচ্চ শিক্ষা। রাজনীতি আবার ছোবল হানে। হলে উঠতে হলে কোনো না কোনও রাজনৈতিক দলের সিটে উঠতে হবে। যেই সংগঠনের সিটে উঠবে, বাধ্যতামূলকভাবে সেই সংগঠনের মিছিলে যোগ দিতে হবে শত অনিচ্ছা সত্বেও। বেশীরভাগ ছাত্রের জীবনে রাজনৈতিক
কর্মকান্ড এর বেশী আর এগোয় না।
সহপাঠীর বিপদে আপদে এরাই সহমর্মিতা দেখায়, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এরাই সাহায্য তহবিল সংগ্রহ করে। আবার এরাই সত্যিকারের ক্রস ফায়ারে পড়ে বেঘোরে প্রাণ হারায়। তবে শেষ পর্যন্ত এরা সাধারণ ছাত্রই থাকে।
তবে সাধারণ ছাত্রদের কেউ কেউ এ সময়ে রাজনীতির চক্রে পড়ে প্রবল ভাবে রাজনীতির নেশায় পতিত হয়। তবে সে নেশাও বেশীদিন থাকে না।
অগ্রজ ছাত্রনেতা আর শিক্ষকদের রাজনৈতিক বেশ্যাবৃত্তির স্বরূপ দেখে এক সময় সে নেশাও কেঁটে যায়। পড়াশুনায় মনোযোগ আসে। শুরু হয় উচ্চ শিক্ষা শেষ করার তাড়না। তখন বস্তবাদ, ভাববাদ, পুজিবাদ কিংবা মৌলবাদ সব কিছু বাদ দিয়ে সাধারণ ছাত্র নিজের বা নিজের পিতা-মাতার স্বপ্ন পূরণে লেগে যায়।
এক সময় ছাত্রত্ব শেষ হয়।
শুরু হয় জীবন সংগ্রাম। সাধারণ ছাত্র কখনও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবার স্বপ্ন দেখে না । কারণ, রাজনৈতিক ভাবে অসাধারণ ছাত্রের ভিড়ে তার এই স্বপ্ন বেশীর ভাগ ক্ষেত্রে শুধ স্বপ্নই থেকে যায়। ফলে সাধারণ ছাত্র সাধারণ চাকুরী বা ছোট ব্যবসা দিয়ে কর্মজীবন শুরু করে। হাড় ভাঙ্গা খাটুনী আর চোখভরা স্বপ্ন নিয়ে সুদিনের আশায় চেয়ে থাকে।
কারো কারো জীবনে দেরীতে হলেও সেই সুদিনও আসে, কোনো কোনো স্বপ্ন পূরণ হয়। যদিও বেনানা রাষ্ট্রের ম্যাংগো পাবলিকের মত সাধারণ ছাত্রের বেশীর ভাগ স্বপ্নই অপূর্ণ থেকে যায়।
এই সাধারণ ছাত্ররাই কিন্ত শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যাগরিষ্ঠ, চাকুরিতে-ব্যবসায় সবখানে সংখ্যাগরিষ্ঠ। দেশের অর্থনীতিতে এরাই বড় অবদান রাখে। আপনারা, আমি, আমাদের চারপাশে বেশীর ভাগই সাধারণ ছাত্র।
নষ্ট ছাত্ররাজনীতি আরো পঙ্কিলতায় নিমজ্জিত হলো কিংবা আরো পথভ্রষ্ট হলো তাতে সাধারণ ছাত্রের কিছুই যায় আসে না। তাহলে প্রশ্ন হলো, এই ছাত্ররাজনীতি কার কল্যাণের জন্য? কেনইবা প্রতিনিয়ত সাধারণ ছাত্ররা এই অর্থহীন ছাত্ররাজনীতির নির্মম শিকারে পরিণত হবে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।