হাফিজুর রহমান
অনামিকা, শুধু তোমার প্রতীক্ষায়
আমার বিকেল মেলেনি অন্য বিকেলের অভিসারে
নিবিষ্ট পড়ুয়া অতি শূন্য চাহনিতে
দেখেছি জানালার ধারে
কত যে গোলাপ কলি ফুটে থাকে
ছুঁতে যাইনা শুধু তোমাকে ভেবে
একদিন তুমি হাসিমুখে
ভালবাসার লাল গোলাপ তুলে দেবে
আমার প্রতীক্ষারত এ হাতে
নিরালায় রাত জেগে থাকি
এক একটি প্রহর যেন পাহাড় সমান
ধ্বস নেমে বয়ে যায় বুকের পাঁজর ভেঙ্গে টেঙ্গে
বাইরে ঝরে যায় শিশির ফোঁটা
আর আমার বুকের জমিন ভেদি
শুধু হা হূতাশ ঝরে
শুধু তোমাকে ভেবে আমি সবোধ ছেলের মত
নিজেকে জাগ্রত রাখি বিবেকের কাছে
অনামিকা, বিশ্বাস করো
শুধু তোমার প্রতীক্ষায় আমি গান গাই না
সেই কবে তোমাকে বাদ্যযন্ত্র ভেবে তুমুল বাজাবো
তোমার প্রতীক্ষায় অষ্টপ্রহর আমার কাটে সীমাহীন ছটফটানিতে
কবিতাবিহিন দিন কাটাই, রাত কাটাই নিদ্রাহীন
বাইরেটা শান্ত রেখে পুড়ে যাচ্ছি দীর্ঘদিন
স্বান্তনায় বাঁধি বুক শুধু তোমার প্রতীক্ষায়
পার্কের বেঞ্চিতে শুয়ে ঘুমাইনা খোলা আকাশের নীচে
ভীষন হতাশায় ঠোঁটে তুলিনা সিগারেট
হেরোইন আফিমের নেশা সেতো আমার নয়
শুধু ক্লান্ত আমি তোমার প্রতীক্ষায়
তুমি আসেব বলে
হৃদয়ের কোষে কোষে জমিয়েছি ভালোবাসা
কষ্টগুলো সব কান্নার বাস্পে উড়িয়েছি
শুধু তোমার জন্য অনামিকা, বিশ্বাস করো
কত কথা জমে গেছে
বন্ধুবিহিন এ বুকের বিধ্বস্ত প্রান্তরে
শুধুতোমার প্রতীক্ষায় অনামিকা
আর কতটা প্রহর জেগে থাকা?
১৭/৪/১৯৯৭
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।