আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসার কথোপকথন- প্রথম প্রথম প্রেম

© এই ব্লগের সকল পোষ্ট,ছবি,থিম প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কোথাও বিনা অনুমতিতে প্রকাশ করা নিষেধ ।

কন্যা প্রস্তাবে রাজি হয়েছে। অতঃপর প্রথম দর্শন ওরফে ডেটিং পোলাঃ(অপেক্ষা করেতে এক ঘন্টার বেশী হয়ে গেছে)(মনে মনে বলে) অপেক্ষা পৃথিবীর সবচেয়ে মিষ্টি ফল। কন্যাঃ(মনে অনেক ভয়)(মনে অনেক ভয়)ইশশশশ...যদি ভাইয়া দেখে ফেলে। নির্ধারিত স্হানে আসে কন্যা ভয় ভয় মন নিয়ে।

পোলাঃতোমায় অনেক সুন্দর লাগছে,নীল শাড়ি তে। কন্যাঃআমি সুন্দর বলেই তো শাড়িটাতে মানিয়েছে আমায়! পোলাঃচল রিক্সায় করে বেড়াতে যাই? কন্যাঃনা না....কেউ দেখে ফেলবে। তার চেয়ে চল কোন রেস্টুরেন্ট এ বসি। পোলাটা কিছুটা টেনশিত উত্তর শোনার পর। পোলাঃআচ্ছা চল।

কোথায় যাবে? কন্যাঃমফিজ হাটে। পোলা এই কথা শুনে তিনবার ঠোক গিলল,কারন,মফিজ হাট অনেক দামি জায়গা। প্রথম প্রেম বলে কথা পোলা রাজি হল। মফিজ হাটে বসে কথোপকথন পোলাঃআমার ভালোবাসার সবটাই ই তোমার। তুমি আমার প্রথম তুমি আমার শেষ।

কন্যাঃতুমি আমার কত নাম্বার জানি না। তবে ভালোবাসি তোমায় এসির বাতাসের মত। পোলাঃতোমার হাতটা ধরতে চাই,পারি দিতে চাই বন্ধুর পথ। কন্যাঃতুমি তো ভারি চাললু,প্রথম দিনেই ধরতে চাও। পোলাঃতোমায় প্রথম দিন থেকে আজ অব্দি পর্যন্ত শুধু স্বপ্নে দেখতাম।

অথচ আজ তুমি বাস্তবতা। কন্যাঃস্বপ্নে আমায় দেখে কোন দোষ করনি তো? পোলাঃতোমায় নিয়ে আগামীর জাল বুনতে চাই। কন্যাঃতুমি তো মাকড়সা নও যে জাল বুনবে। পোলাঃআমার সব টুকু দিয়ে তোমায় আগলে রাখবো। কন্যাঃভালোবাসে অন্ধ হয়ে যেও না কখনো।

কন্যাঃএই.....আমার আজ উঠতে হবে। আসি। চট করে চলে যায় কন্যা। মনের অন্তরালে হয়তো বেজে উঠে। ভালোবাসা মোর হয়ে গেছে ঘাস খেয়ে গেছে গরু, দিয়ে গেছে মোরে বাঁশ।

। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.