আমাদের কথা খুঁজে নিন

   

সংশপ্তক স্বরলিপি

যে বেসেছে ঝর্ণা ভালো, যে বেসেছে ঝিনুক। তার হাতে আয়ু রেখায় ভীষন রকম অসুখ। ।

নিত্য দাবদাহ বুকে, অতলান্তিক ক্ষত দু'চোখে গহীন; নিত্য বনপোড়া হরিণী কাঁপে থরথর আয়ুতে। নক্ষত্র বল্কলে দগ্ধ পূর্বজন্ম রেখা; গ্রহণের কাল অতঃপর সর্বাংগ জুড়ে রোমকূপ ব্যাপী জন্মজন্মান্তিক হাহাকার।

কভু রাতভর দিনভর দুঃস্বপ্ন বসবাস; এমত ঝঞ্জাল শিহরণ দু'হাতে ঠেলে যেন যেতে হবে বৃষ্টি ছোঁয়ার দেশে। চৌহদ্দী জুড়ে নির্বান্ধব সময়; বিবিক্ত বাসনার ঋতু যদিও আঙিনায় গরল অনল নিত্য খেলা করে লয়ে পান্ডুলিপি কংকাল। চেনাস্বরে ডাক নেই ; ভঙ্গুর পথরেখায় জমাট পা সমুদয় ওদিকে আঁধার নামিছে দিগন্ত দিগন্ত ব্যাপী। চরাচরে শীর্ণ জীর্ণ শুষ্ক নাড়া পোড়ানোর ঘ্রাণ তবু বুকে জ্বালা তীব্র দহণ বিশ্বাসে মুছি ঘাম, বিদ্যুৎ চমক জ্বলে দূর দূর অন্ধকারে, ঘুঙুরে বাঁধা দেবদাস কাল তবু জানি; প্রমিথিউস যতটা দেবতা তারো চে' মানুষ। ।

২৫/০২/২০০৬ (ছবিটি ইন্টারনেট হতে সংগৃহীত... Storm on the Sea of Galilee by Rembrandt van Rijn)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।