আমাদের কথা খুঁজে নিন

   

সংশপ্তক ................(ছোট গল্প)



পরাজয়টা হলো ভোরের দিকে। দলের ভেতর যে কয়জন টিকে ছিলাম, আস্তে আস্তে ফিরে গেলাম আশ্রয়ে। খুব যে একটা হতাশ হয়ে পড়েছিলাম, সেটা বলবো না। কারণ হতাশা অনুভব করার জন্য, মনের কোণে কিছুটা হলেও যে আশার চিন্হ বাঁচিয়ে রাখতে হয়; এতো রক্তক্ষয়ী সংঘর্ষের পর তা আর থাকেনা। সেই প্রথম দিন থেকেই জানা ছিল, একদিন আমরা পরাজিত হবো আর তারপর নিশ্চিন্হ করে দেয়া হবে আমাদের।

যারা এই অবশ্যম্ভাবী নিয়তি মেনে নিতে পারেনি; তারা আগেই পালিয়েছে। তাদেরকে দোষ দেই না। সবাইকেই যে খুব সাহসী হতে হবে আর বুক পেতে মৃত্যুকে বরণ করে নিতে হবে, এটা আমাদের মতে অপ্রয়োজনীয় দুঃসাহস। মৃত্যুকে জীবনের চাইতে মহিয়ান হিসাবে দেখার মতো কিছু পাইনা; এমন কি- দাসত্ব মেনে নিলেও। আমি যুদ্ধ বেছে নিয়েছিলাম; কিন্তু যারা বাঁচতে চেয়েছে তাদের প্রতি আমার কোন বিদ্বেষ ছিলনা।

লাল বাহিনী জিততে যাচ্ছে। এবার আমি ঠিক ঠিক জানি, আমাদের হার - সময়ের ব্যাপার মাত্র। তারপরও..........; আমাদের যুদ্ধ চালিয়ে যেতে হয়। আমাদের শেষ লোকটি - হয় মারা পরা, নয়তো পালিয়ে না যাওয়া পর্যন্ত। কোন একদিন হয়তো সবকিছু বদলে যাবে।

লালবাহিনী, কালোদল- সবাই পর্যাপ্ত প্রাচুর্য্যের ভেতর বসবাস করতে পারবে; যেখানে কোন যুদ্ধের প্রয়োজন পরবে না। আমাদের নেতা এই আশাবাদই আমাদেরকে শুনিয়েছেন। আমারা তাকে বিশ্বাস করেছি; এছাড়া আমাদের আর কিই বা করার ছিল?! তবুও, প্রজন্মের পর প্রজন্ম চলে যায়........। প্রতিশ্রুত সময় আর আসে না। ..........তবুও এভাবেই জীবন কাটে।

(অনুবাদকের কথা: রানা'র এই লেখাটা বেশ কিছুদিন আগেই দেখেছিলাম। কিন্তু অনুবাদ করা হয়নি। গাজায় ঈসরাইলি হামলার পর মনে হল ফিলিস্তিনিরাই আসলে প্রকৃত সংশপ্তক- পরাজয় নিশ্চিত জেনেও যে সৈনিক যুদ্ধ করে। সব ন্যায় যোদ্ধাদের উদ্দেশ্যে এ গল্প উৎসর্গ করছি রানা'র পক্ষ হয়ে) THE FIGHT Along the dawn came the defeat. The few of us remaining went back slowly to our hideouts. I could not say that I felt despair, for even to feel depair you need to have a mind which could hope that there will be better things after a hard struggle. But we knew from the beginning that we would one day be defeated and executed. Those who could not take this inevitable destiny, fled, we did not blame them. The concept that everybody must be brave and ready to face death, to us, seemed false courage which implies that death is better than life, even if you have to live in slavary. I fought but I did not dispise those who wanted to live. The red ones were winning. I could tell this time we were going to lose. Yet we have to fight until the last of us dies or fleds. Someday things would change, we, all, the red and the black, ants, would live in a world of plenty and we would not have to fight. That was what our Preacher told us. We believed in it, for what otherwise could we believe? Yet, generation after generation passes, the promised time never came. But life goes on.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।