Every emotion have a feelings. But every feelings have no emotion.
এক দেশে ছিল এক রাজপুত্র (দেশটি ছিল আমড়া'র জন্য বিখ্যাত)। আর এক দশে ছিল এক রাজকন্যা (সেই দেশটি ছিল কমলা'র জন্য বিখ্যাত)। একবার এক সমাবেশ হলো রাজপুত্র-রাজকন্যাদের। সেই সমাবেশে ওই রাজপুত্র-রাজকন্যাও এলো। তারা দুজনেই ছিল ঐ সমাবেশের মধ্যমণি। তাদের দুজনকে ঘিরে সবার সে কি কৌতুহল! (অসমাপ্ত)।
গল্পের বাকী অংশ কী হতে পারে অর্থাৎ কিভাবে গল্পটির একটি সুন্দর সমাপ্তি টানা যায় তা এই পোষ্টে মন্তব্য আকারে সর্বোচ্চ ১৫০-২০০ শব্দের মধ্যে লিখুন।
মন্তব্যকারীদের মধ্যে যার মন্তব্য আমার সাথে (আমার মন্তব্য আগামী ২১ ফেব্রুয়ারী প্রকাশ করবো) হুবহু মিলে যাবে তাকে দেওয়া হবে আকর্ষনীয় পুরষ্কার।
আসুন এই মারাত্মক অফারে দলে দলে যোগদান করে অশেষ নেকি হাসিল করি (অযথা সময় ব্যায় করি!)।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।