হঠাৎ করেই সিন্ধান্ত হয় শ্রীলংকান ব্রাঞ্চ থেকে মালদীপের প্রোজেক্টে যেতে হবে। দিন তারিখ ঠিক হলে ... সব কিছু গুছিয়ে রওয়ানা দেই। দূর্ভাগ্যবশত: ফ্লাইট ডিলে হয় । আর মালেতে পৌছাই নির্ধারিত সময়ের চার ঘন্টা পর। মালে থেকে আমাদের স্পীডবোটে ২ ঘন্টা জার্নি করে অন্য আইল্যান্ডের যাওয়ার কথা।
স্পীডবোট মিস হওয়ায় ধুনীতে(মালবাহী নৌকা ) করে দীর্ঘ ৯ ঘন্টা সমুদ্র যাত্রা করে অবশেষে ইধাফুশী আইল্যান্ডে পৌছাই। এত দীর্ঘ সমুদ্র ভ্রমণ প্রথম বারের মত করলাম।
ইধাফুশী আইল্যান্ড (ছবি গুগল আর্থ)
অল্প সময়ে দেখা রাজধানী মালের বর্ণনা পরে আরেকদিন দিব। আর জার্নিতে মোবাইলের চার্জ ছিলনা বলে ছবিও তুলতে পারিনাই । আপাতত ভালোই আছি।
যদিও ব্লগে আগের মত সময় দিতে পারবোনা, চেষ্টা করব সব সময় সাথে থাকার
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।