আমাদের কথা খুঁজে নিন

   

এ ভাবেই আমাদের দেশটা একই ঘুর্ণয়মান বৃত্তে ঘুরতে থাকবে....


আমার মাঝে মাঝে নিজেই নিজের কাছে লজ্জা লাগে এইভেবে যে আমিও অন্য সবার মতো সুবিধাবাদি বাংগালী/বাংলাদেশী মধ্যবিত্ত শিক্ষিত শ্রেনীর প্রতিনিধি যারা নাকি সবসময় চেষ্টা করে নিজকে রক্ষা করতে আর "ঝোপ বুঝে কোপ মারতে"। তারপরেও অনেক সময় কিছু কিছু অনাংখিত ঘটনার পর আমাদের নৈতিকতার(?) অবস্থানের প্রশ্নের উত্তর খোজার চেষ্টা করি। আর তাইতো জানতে ইচ্ছে করে এই যে আজকে যারা শেখ মুজিবের হত্যাকারী/'সুর্যসন্তান'-দের ফাসীতে ঝুলে মৃত্যুর পর আনন্দে-উচ্ছাসে নফল নামাজ, ঢাকা ক্লাবে কিংবা অন্য কোন বারে গিয়ে মদ্যপান, আবেগে-আনন্দে প্রবন্ধ থেকে শুরু করে টক শো, হাজার পৃষ্ঠার কলাম লিখে সংবাদপত্র ও ব্লগের পর ব্লগ লিখে ভরে ফেলাসহ নানাবিধ উপায়ে আনন্দ প্রকাশ করছেন কোথায় ছিলেন তাঁরা ১৯৭৫ সনের ১৫ই আগষ্টের পরবর্তী দিন গুলোতে, কি ছিল তাঁদের ভুমিকা ????? আমি তখন ক্লাস ফোরে পরতাম তারপরেও স্পষ্ট খেয়াল আছে বরং সে সময় অনেকে বিভিন্নভাবে আনন্দে উচ্ছাস প্রকাশ করেছিলেন, সংবাদপত্রে অভিনন্দন জানিয়ে আজকের অনেক আওয়ামীলিগার/বাকশালীরা, বুদ্বিজীবিরা বিবৃতি দিয়েছিলেন কিংবা বাংগালীর সুবিধাবাদি জাতীয় চরিত্রের প্রতিফলন অর্থাৎ চুপ করে ছিলেন। যতদুর খেয়াল পড়ে একমাত্র বংগবীর কাদের সিদ্দিকী শুধুমাত্র এই হত্যাকান্ডের প্রতিবাদ করেছিলেন। আর এখন ঘোড়ার রেসের মতো প্রতিযোগিতা চলছে কে কাকে ছাড়িয়ে জিতে আনতে পারবে 'বংগবন্ধু' ও 'হাসিনা' ভক্তের বিজয়ের মুকুট!!! ঠিক তদরুপভাবে আবার বি.এন.পি. যখন ক্ষমতায় আসবে তখন ঘটবে উল্টাটা অর্থাৎ কে কতখানি 'জিয়া ও তারেক' প্রেমিক তার প্রতিযোগিতা... ??? এ ভাবেই আমাদের দেশটা একই ঘুর্ণয়মান বৃত্তে ঘুরতে থাকবে আর আমরা চেয়ে চেয়ে দেখা ছাড়া বাস্তবিক অর্থে কিছুই করতে পারবো না, পারবো শুধু দেশকে নিয়ে হা-হুতাশ আর রাজনীতিবিদদের গালি-গালাজ করতে.....
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.