আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসার চিঠি



প্রিয়তমা, হঠাৎ চলার পথে এক একটা মুখ একেবারে বুকের মধ্য গেঁথে যায়। এটা কেবল সৌন্দর্যের জন্য না। আর একটা কি গুন আছে-বোধ করি সচ্ছতা। এই মুখ হাজার মানুষের ভিড়েও চোখে পরে। সবচেয়ে বড় কথা হলো আমি তোমাকে আবিস্কার করেছি একটু একটু করে।

মনের চোখ দিয়ে তোমাকে দেখেছি। মন বলে,স্বর্গ থেকে দেবী এসেছে আমাকে পৃথিবীর ধুলো বালি থেকে আচঁল দিয়ে ডেকে রাখার জন্য। তোমার মুখে কি দেখেছিলাম কে জানে!ফলে যা হবার তাই হলো-আমি মুহূর্তেই তোমাকে ভালোবেসে ফেললাম। বস্তুত ভালোবাসার মধ্য কোনো অপরাধ আমি দেখি না। কারন এতে মানুষের কোনো হাত নেই।

কেমন একটা ইচ্ছায় অনিচ্ছায় হয়ে যায় ঈশ্বর'ই ভালো বলতে পারবেন। ইংরেজীতে যাকে বলে-Love is the gift of God.তাই শাস্তি আমাকে না দিয়ে তাকেই দিও!!শুধু আমারটা আমাকেই বুঝিয়ে দিলেই হবে। আসলে ভালোবাসাহীন জীবন অনেকটা পিথাগোরাসের গানিতিক তও্বের মতো রসকষহীন। আর ভালোবাসায় ভরা জীবন হচ্ছে-ভিঞ্চির মোনালিসার মতো রোমান্টিক জীবন। কিটসের কবিতার মতো মধু ভরা মৌচাক।

শুধু মাএ ভালোবাসার মাধ্যমেই সব স্বপ্ন সত্যি করা যায়। আচ্ছা মানুষের মন কি কোয়ান্টাম মেকানিক্স এর মতো জটিল?আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এখন যদি পৃথিবীর সবচেয়ে রুপসী কন্যা এসে "I Love you"বলে আমি সবিনয়ে অপারগতা জানাবো। বোকার মতো অনেক কিছু লিখে ফেললাম। এতো কিছু লেখার অধিকার হয়তো আমার নেই।

তারপরও নিজেকে বাঁচানোর জন্য লিখতে হলো। কথাটা আরো গুছিয়ে বললে যা দাঁড়ায় তা হলো-"আমি তোমাকে ছাড়া বাঁচবো না"। আপনাকে তুমি করে লিখলাম। আপনাকে চিঠি লিখতে বসে খুব আপন মনে হলো-আপন মানুষকে তো তুমি করেই বলতে হয়। চিঠিটা শেষ করতেই ইচ্ছা করছেনা।

মনে হচ্ছে তুমি আমার পাশেই বসে আছো। তারপরও শেষ করতে হলো। কারন আর একটু পর সকাল হবে। ভালো থাকো। তোমার ভালোই আমার ভালো।

এই কথাটা বলতে পেরে খুব ভালো লাগছে। তাই আবার বললাম,খুব ভালো থাকো। বিঃদ্রঃ (১) I am doing nothing,absolutely nothing. বিঃদ্রঃ (২) I Love you not because I like you,but because I Can die for you.তোমার মাকে আমার সালাম দিও। She is such a good women.Hope you be live her. বিঃদঃ (৩)তোমার জন্য এক আকাশ আদর আর অনেক গুলো চুমু। এই আমি-



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.