"আমায় দিয়ে কারুর ক্ষতি হয়না যেন দূনিয়ায়
সব ক'টা জানালা খুলে দাও না!
আমি গাইব গাইব বিজয়েরই গান।
ওরা আসবে চুপিচুপি,
যারা এই দেশটাকে ভালবেসে দিয়ে গেছে প্রাণ!
সব ক'টা জানালা খুলে দাও না!
চোখ থেকে মুছে ফেলো অশ্রুটুকু,
এমন খুশির দিনে কাঁদতে নেই!
হারানো স্মৃতির বেদনাতে,
একাকার করে মন রাখতে নেই!
ওরা আসবে চুপিচুপি।
কেউ যেন ভুল করে গেও নাকো,
মন ভাঙ্গা গান!
সব ক'টা জানালা খুলে দাও না!
আজ আমি সারা নিশি থাকব জেগে,
ঘরের আলো সব আঁধার করে!
ছড়িয়ে রাখো আতর-গোলাপ,
এদেশের প্রতিটি ঘরে ঘরে!
ওরা আসবে চুপিচুপি।
কেউ যেন ভুল করে গেও নাকো,
মন ভাঙ্গা গান!
সব ক'টা জানালা খুলে দাও না!
আমি গাইব গাইব বিজয়েরই গান।
ওরা আসবে চুপিচুপি,
যারা এই দেশটাকে ভালবেসে দিয়ে গেছে প্রাণ!
সব ক'টা জানালা খুলে দাও না!
লিঙ্কঃ Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।