আমাদের কথা খুঁজে নিন

   

দরজার ওপাশে,আবেগী এমন রাতে

CONNECTION FAILED

এখন অনেক রাত, খোলা আকাশের নিচে। জীবনের অনেক আয়োজন, আমায় ডেকেছে। তাই আমি বসে আছি, দরজার ওপাশে। আবেগী এমন রাতে, ভুল করে এই পথে। এসে যদি ফিরে যাও, আমায় না পেয়ে।

ও আবেগী এমন রাতে, ভুল করে এই পথে। এসে যদি ফিরে যাও, আমায় না পেয়ে। তাই আমি বসে আছি, দরজার ওপাশে। চলে যাওয়া সেই পথে, ঝিরি ঝিরি বাতাসে। আমার এই মন কাঁদে, তোমায় না পেয়ে।

ও চলে যাওয়া সেই পথে, ঝিরি ঝিরি বাতাসে। আমার এই মন কাঁদে, তোমায় না পেয়ে। তাই আমি বসে আছি, দরজার ওপাশে। এখন অনেক রাত, খোলা আকাশের নিচে। জীবনের অনেক আয়োজন, আমায় ডেকেছে।

তাই আমি বসে আছি, দরজার ওপাশে। এল.আর.বি ডাউনলোড করুন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।