আমাদের কথা খুঁজে নিন

   

....আপনের মাইয়্যারে ভর্তি করাইবেন....???

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)

মা-বাবা লম্বা হওয়ার সুবাদের আমিও খুব না হলেও আল্লাহর রহমতে মোটামুটি ভালই লম্বা। সেই সাথে স্বাস্থের কথা নাই বল্লাম।

আমার উচ্চতা নিয়ে আমি সন্তুষ্ট হলেও স্বাস্থ্যের জন্যই মনে হয় বার বার বিড়ম্বনায় পড়তে হয়। আমার ফ্রেন্ডের মা নি সব সময় ওকে আমার কথা বলে খোচা দেয়, কেন ও আমার মত হয়না!! ওকে অবশ্য বলে দিয়েছি এমনিতেই খাটো মানুষ মোটা হলে তখন বুঝবা সুন্দর কাহাকে বলে। । যাক আমার বিভিন্না সময়ের বিড়ম্বনার কাহিনীই আপনাদের বলি.... ১। তখন আমি মনে হয় সেভেন এ পড়ি।

কোন এক কাজে আমাদের প্রিন্সিপালের রুমের সামনে দাড়িয়ে আছি। সামনে দিয়ে এক শিক্ষক যাচ্ছিলেন দেখে সালাম দিলাম। উনি আবার আমার ফ্রেনডকে পড়াতেন। পরে নাকি আমার ফ্রেন্ড কে পড়াতে গিয়ে বলেন, "আজকে মুক্তাকে দেখে আমি প্রথমে ভেবেছিলাম কোন বাচ্চার গার্জেন" ২। ক্লাশ এইটে পড়ি।

আমাদের বাসায় এসে একজন হুজুর পড়াতেন। ভাইয়ার পরীক্ষা শেষ হওয়াতে উনি আর বাসায় আসলেন না। আমাকেই উনার বাসায় যেয়ে পড়তে হল। হুজুর আগেই আন্টিকে বলে রেখেছিলেন আমি আসবো। আন্টি নাকি আমাকে দেখে টাশকি খেয়ে গিয়েছিলেন।

উনি নাকি মেলেতেই পারছিলেন না যে এত্ত বড় মেয়ে এইটে পড়ে কিভাবে। পড়ে হুজুর বুঝিয়েছিলেন যে মা-বাবা-ভাইর মত লম্বা হয়েছে কিন্তু বয়স কম। আন্টি সেটা বিশ্বাস করেন পরে আমার আম্মাকে দেখে। আন্টি এখনও কথাটা বলেন আর মজা করেন। ৩।

এটাও ক্লাশ এইটের ঘটনা। আমার এক কাজিনের বিয়েতে গিয়েছি। ভাইয়া আর আমার চাচাত ভাই ইব্রাহিম ভাইয়া এসএসসি পরীক্ষা দিয়েছে তখন। ইব্রাহিম ভাইয়াকে নাকি এক ছেলে জিজ্ঞেস করেছিল আমি কোন কলেজে পড়ি। সে উত্তর দেয় আমি আর শরীফ(আমার ভাইয়া) এসএসসি পরীক্ষা দিয়েছি, আমাদের ছোট হল এক কাজিনকে দেখিয়ে বলে "ও" তার পরে ইয়াসমিন(ইব্রাহিম ভাইয়ার বোন) তার পরে হল মুক্তা।

এইবার বুঝে নেন কোন কলেজে পড়ে। ৪। সর্বশেষ গত কাল ভর্তি হতে গিয়েছিলাম কলেজে। ফরম পুরন করে অফিসে জমা দিতে হবে। কিন্তু অফিসটা যে কোন দিকে তা জানতাম না।

বুয়াকে জিজ্ঞেস করলে সে বলে, "ফরম জমা দিবেন, আপনের মাইয়্যারে ভর্তি করাইবেন" !!! আমাকে কি দেখতে এতটাই বুড়ি বুড়ি লাগে....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.