আমাদের কথা খুঁজে নিন

   

সরকার আপনের চেহারা আমরা দেইক্যা লাইছি।

কিছুনা

ডিজিটাল শব্দডারে সরকার এইভাবে না পঁচাইলেও পারতো। পঁচানোর জন্য তো আরো অনেক কিছুই সরকারের কাছে আছিল। ডিম, পেয়াজ, ভাত, শুটকি। আরো কত্ত কি। কিন্তু ডিজিটাল শব্দডা অনেক দামী শব্দ।

এই শব্দডার সঠিক ব্যবহার কইরাইতো আজকা পৃথিবীর বড় বড় দেশগুলো বড় হইছে। কিন্তু আমরার যেন কারেন্টই নাই, লাইটই জ্বলে না হেন আমরা ডিজিটাল দেশ কেমেনে বানায়াম। আমরার দেশে এক সরকার হুদা আরেক সরকারের দোষ দেয়। আমরার এলাকাত একটা কথ প্রচলিত আছে- নিজের হোগ ১০ মন ঘু পরের কয় হোগ ধো, হোগ ধো। আমরার দেশের সরকার কোনদিন কি নিজের ঘু এর গন্ধা হুইঙ্গা দেখছে।

ডিজিটাল দেশ হওনের আগে আমরা দিনে ২-৩ ঘন্টা সর্বোচ্চ ৪ ঘন্টা লোডসেডিং পাইছি। আর অঙ্কা দেশ ডিজিটাল হইছে আমরা দিনে ২-৩ ঘন্টা কারেন্টা পাই। মানুষের একটা স্বভাব হইতাছে যে কথা বা শব্দ মানুষরে বেশি কষ্ট দেয় হেইডার প্রতি মাইনষের একটা নেগেটিভ ধারণা হইয়া যায়। ডিজিটাল শব্দডা যে সরকার হুদা ভোট লওনের লেইগ্যা কামে লাগাইছে হেইডা এহন পাবলিক বুইজ্ঝা লা্ইছে। সরকার আপনের চেহারা আমরা দেইখ্যা লাইছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.